বড়লেখা প্রতিনিধিঃ
বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদকে হত্যার উদ্দেশ্যে যুবলীগ নেতা আবুল কালামের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী হামলা চালিয়েছে। ধারালো দায়ের কুপে বিএনপি নেতার মাথায় মারাত্মক জখম হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে, ২৯ আগস্ট শুক্রবার রাত সাড়ে দশটার দিকে হাকালুকি হাওড়পাড়ের হাল্লা গ্রামে। সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সন্ত্রাসী আবুল কালাম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন ষাটমা সরকারি প্রাইমারী স্কুল ভোট কেন্দ্রে অস্ত্রের মুখে বিরোধী দলীয় প্রার্থীর এজেন্টদের বের করে কেন্দ্র দখল, জোরপূর্বক ব্যালট পেপারে নৌকায় সীল মারা, সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে ৫ আগষ্ট গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক এবং জাতীয় নাগরিক কমিটির সিলেট বিভাগীয় সমন্বয়ক আব্দুন নুর তালুকদারের দায়েরকৃত মামলার এজাহার নামীয় ১২ নম্বর পলাতক আসামি।
জানা গেছে, গত ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তালিমপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাল্লা গ্রামের বাদল মিয়ার ছেলে খোলস পাল্টিয়ে যুবদল নেতা সেজে এলাকায় ত্রাস সৃষ্টি ও হাকালুকি হাওড়ে মাছ ধরে জীবিকা নির্বাহকারি জেলে, অবৈধ জালে মাছ শিকারিসহ বিভিন্ন জনের কাছে চাঁদাবাজি করতে থাকে। ইউনিয়ন বিএনপির কাউন্সিলে অংশ নিতে ওয়ার্ড কমিটিতে অর্ন্তভুক্ত হওয়ার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। তার এসব অপকর্ম, ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির ঘটনায় এলাকাবাসি অতিষ্ট হয়ে উঠেন। ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির বিষয়ে এলাকার সচেতন মহল তালিমপুর ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদকে নিয়ে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিতে গণস্বাক্ষর আদায়ের উদ্যোগ নেন। শুক্রবার রাতে বিএনপি নেতা সুলেমান আহমদ কয়েকজন যুবককে নিয়ে হাল্লা গ্রামে গণস্বাক্ষর নিচ্ছিলেন। এসময় যুবলীগ নেতা আবুল কালামের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালায়। আবুল কালামের দায়ের কুপে সুলেমান আহমদের মাথায় প্রায় এক ইঞ্চি গভীরতায় ৬ থেকে ৭ ইঞ্চি জায়গায় মারাত্মক জখম হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। স্বজনরা জানিয়ে তার অবস্থা আশংকাজনক।
বড়লেখা থানার ওসি মো: মাহবুবুর রহমান মোল্লা শনিবার সন্ধ্যায় জানান, ঘটনা জানার পরই হামলাকারিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। হামলার ঘটনায় আহতের স্বজনরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত