ষ্টাফ রিপোর্টার। মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন সার্বিক নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার এর সমন্বয়ে মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নদগ ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৩১ আগষ্ট) দুপুরে মুসলিম কোয়ার্টার, চাঁদনীঘাট, আলাউদ্দিন রোড, কোর্ট রোড ,শান্তিবাগ ও হাসপাতাল রোড এলাকায় অভিযন করে আসামীদের মোবাইল কোর্টের মাধমে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরন করার করা হয়।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন,মোঃ হৃদয় (২০), পিতাঃ মোহাম্মদ আলী,সাং-সুলতানপুর,নিকুঞ্জ শব্দকর (২৮) পিতা:মৃত- নিরন শব্দকর,সাং- হরিসরণ, থানা: কমলগঞ্জ, মোঃ শফিকুল ইসলাম (২৭),পিতাঃ মহরম মিয়া, সাং-সোনাপুর বড়বাড়ী, মোঃপাবেল(২৯) পিতা: মৃত- মোঃ চাঁন মিয়া,সাং-কাগাবালা,ইকবাল মিয়া(২৫), পিতা-মিজাজ মিয়া সাং-দোঘর, রুবেল মিয়া(২৯), পিতা:মৃত-, কুতুব মিয়া,সাং-শিমুলতলা,ইমন মিয়া প্রকাশ সাইফুল (২১), পিতা: মৃত-লিয়াকত আলী,সাং- গুজারাই ।্যেক আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/-টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে । মোঃ রাশেদুজ্জামান, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়,মৌলভীবাজার।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত