ষ্টাফ রিপোর্টার। আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুলাউড়া উপজেলা বিএনপির বহুল প্রত্যাশিত সম্মেলন। দীর্ঘ সময় পর এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে যেমন নতুন আশার সঞ্চার হয়েছে, তেমনি দলীয় নেতৃত্ব বাছাই নিয়েও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী।
সাধারণ সম্পাদক পদে লড়াইয়ে রয়েছেন তিনজন পরিচিত মুখ— সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী এবং তরুণ ও উদীয়মান নেতা সুফিয়ান আহমদ। তবে মাঠ জরিপ, নেতাকর্মীদের অভিমত ও সাম্প্রতিক আলোচনায় স্পষ্ট হয়ে উঠেছে— এই তিনজনের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, সংগঠকসুলভ এবং কর্মীদের আস্থাভাজন হিসেবে সুফিয়ান আহমদের নামই এগিয়ে।
ছাত্রদল থেকে রাজনীতিতে আসা সুফিয়ান আহমদ একজন মেধাবী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। বিএনপির দুঃসময়ে তিনি রাজপথে ছিলেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং তৃণমূল কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। অন্যান্য প্রার্থীর তুলনায় তাঁর সবচেয়ে বড় শক্তি হলো— তিনি সরাসরি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যুক্ত এবং প্রতিটি ইউনিয়ন পর্যায়ে তাঁর পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।
১৩টি ইউনিয়নে চালানো মাঠ জরিপে দেখা গেছে, সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের মধ্যে সুফিয়ান আহমদই সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন। অনেকে বলছেন, তিনি শুধু একজন প্রার্থী নন, বরং তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন।
সুফিয়ান আহমদের রাজনীতির ধারা মূলত আদর্শনির্ভর ও কর্মীঘনিষ্ঠ। দায়িত্ব পাওয়ার জন্য নয়, বরং দায়িত্ব পালনের মানসিকতা নিয়েই তিনি রাজনীতিতে সক্রিয় আছেন। একদিকে তাঁর সংগঠনিক দক্ষতা, অন্যদিকে তারুণ্যের উদ্দীপনা— এই দুইয়ের সমন্বয় তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
কুলাউড়ার অনেক নেতাকর্মী মনে করেন, যদি তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন তাহলে সংগঠন আরও শক্তিশালী হবে, অভ্যন্তরীণ ঐক্য ফিরবে এবং আন্দোলন-সংগ্রামে নতুন গতি আসবে। পরিবর্তনের প্রত্যাশায় অনেকেই তাঁর দিকেই তাকিয়ে আছেন।
সম্মেলনের দিন যত ঘনিয়ে আসছে, মাঠপর্যায়ের চিত্র ততই স্পষ্ট হচ্ছে। বদরুজ্জামান সজল ও শামীম আহমদ চৌধুরীর অভিজ্ঞতা থাকলেও তৃণমূলের গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক তৎপরতায় সুফিয়ান আহমদ এগিয়ে আছেন বলে মনে করছেন নেতাকর্মীরা। শেষ পর্যন্ত কার ভাগ্যে নেতৃত্ব আসবে তা সময়ই বলে দেবে, তবে বর্তমানে সাধারণ সম্পাদক পদের সবচেয়ে শক্তিশালী ও সম্ভাবনাময় প্রার্থী হিসেবে সুফিয়ান আহমদের নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত