বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখায় প্রেমের সম্পর্ক গড়ে জোরপূর্বক ও বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে (২৬) ধ র্ষ ণ করেছে আমির হোসেন (৩৫) নামে এক যুবক। সে পৌরশহরের গাজিটেকা আইলাপুর এলাকার মৃত নজির আলীর ছেলে। ধ র্ষি তা কলেজছাত্রীর মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
মামলায় উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের ধ র্ষি তা কলেজছাত্রী অভিযোগ করেন, তিনি বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। আত্মীয়তার সুবাদে বিবাদী আমির হোসেন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত। অবাধ যাতায়াতের কারণে তার ওপর বিবাদীর কু-দৃষ্টি পড়ে। একপর্যায়ে সে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ২৮ জুলাই সন্ধ্যার দিকে বিবাদী কলেজছাত্রীর বাড়িতে বেড়াতে যায়। বাড়ির অন্যান্য সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে থাকার সুযোগে আমির হোসেন পেছন থেকে ঝাপটে ধরে বসতঘরের পূর্ব পার্শ্বের কাঁঠালগাছের নিচে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কান্নাকাটি ও বাবা-মাকে বিষয়টি জানিয়ে দিবে বলায় সে তাকে বিবাহের আশ্বাস দেওয়ায় কলেজছাত্রী ঘটনাটি কাউকে জানায়নি। ১০ আগষ্ট কলেজে গেলে বিবাদী তাকে বিবাহ করবে বলে তার বাড়িতে নিয়ে যায়। পরে কোর্ট ম্যারেজ করবে বলে জোরপূ র্বক ধ র্ষ ণ করে।
বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, কলেজছাত্রীর ধ র্ষ ণ মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে আসামি আমির হোসেনকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত