স্টাফ রিপোর্টার। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, জামায়াতে ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে এ দেশের তরুণ-যুবকদের জনসম্পদে পরিণত করা হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল শক্তি হলো যুবসমাজ। জুলাই বিপ্লবে তরুণরা যেমন অগ্রণী ভূমিকা রেখেছে, সেভাবেই তারা বেকার থেকে পিছিয়ে থাকতে পারে না।
তিনি আরও বলেন, দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং দেশের উন্নয়নের স্বার্থে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে জামায়াত নিরলসভাবে কাজ করে যাবে।
মঙ্গলবার বিকেলে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত যুবসমাবেশে এবং পরে রাঙ্গীছড়া বাজারে সর্বস্তরের জনসাধারণের সাথে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মধা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুর রহমান সুন্দরের সভাপতিত্বে ও সেক্রেটারি মুজাহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমদ নাজিম প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মারুফ আহমদ, সেক্রেটারি আবু সুফিয়ান, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, বায়তুলমাল সম্পাদক জাফরান আহমেদ খান, ১ নম্বর ওয়ার্ড সভাপতি ক্বারী আব্বাস আলী, সেক্রেটারি ডা. আব্দুল খালিক, রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া, ছাত্রশিবির কুলাউড়া দক্ষিণ শাখার সভাপতি হাসান আল বান্না রাহী, কাঁঠালতলী বাজার ইউনিট সভাপতি আব্দুল গফুর মহরি, রাঙ্গীছড়া বাজার ইউনিট জামায়াতের নেতা লুবান আহমদ, সেক্রেটারি মুজাম্মিল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত