স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচনকালীন সময় নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু জুলাই সনদের আইনগত ভিত্তি, মৌলিক সংস্কার, গণহত্যায় জড়িতদের বিচার ও গণপরিষদ নির্বাচন না করে, যে সময় সীমায় মধ্যে নির্বাচন করেন না কেন, সেটা জনগনের আখাংকার সাথে প্রতারণা হবে।
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, আগামীর বাংলাদেশে দলের মার্কার প্রতি অন্ধ না হয়ে যাতে ভোট দেয়ার প্রক্রিয়ায় না যাই। ৫ বছরে একবার গণতান্ত্রিক চর্চার সুযোগ দেশের জনগন পায়। অযোগ্য কোন একজন মানুষকে আমরা যদি ভোট দেই তাহলে দিন শেষে পরের ৫ বছরে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যাবেনা।
সারজিস বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতে আর কোনো নির্বাচনে যাতে অংশ নিতে না পারে। এদের বিচার করতে হবে। আইনগত বাধা না থাকার পরও কোন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতিক দেয়া সাহস করতে পারছে না নির্বাচন কমিশন। এটা তাদের ব্যর্থতা, তারা এইটুকু সাহস দেখাতে পারছে না।
তিনি আরও বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। সরকার নেয়নি এটা সীমাবদ্ধ এটার দায় সরকারকে স্বীকার করতে হবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য (এনসিপি) সচিব আখতার হোসেন।
তিনি বলেন, নিউইয়র্ক সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়া অন্তর্র্বতী সরকারের দুর্বলতা প্রকাশ করে। এই দুর্বলতা এখন দেশজুড়েই প্রতিফলিত হচ্ছে।
অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণঅধিকার পরিষদ এবং এনসিপি একসঙ্গে কাজ করছে উল্লেখ করে সারজিস আলম বলেন, মানুষ চায় এই দুটি দল একসঙ্গে থাকুক। এ নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রতীম দাশ, এনসিপি মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, ১ম যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া সহ অন্যান্যরা।
এর আগে সারজিস আলম মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের সাথে সাক্ষাৎ করেন এবং জেলার চিকি’সা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত