স্টাফ রিপোর্টার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, জুলাই সনদ ও তার আইনী ভিত্তি ছাড়া এ জাতি কোন কিছুই মানবেনা। কারন এত বড় পরিবর্তনের জন্য যারা রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন পঙ্গু হয়েছেন। জাতি যে বিরাট বড় কুরবানি করেছে। আমরা যে রক্ত সাগর পেরিয়ে এসেছি এটার দাবিই হচ্ছে বাংলাদেশে যাতে আর কোন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এদেশে যাতে আর ফ্যাসিজম কায়েম হতে না পারে। এটাকে বন্ধ করার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিতে ও বাস্তবায়নে প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে।
শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকেলে কুলাউড়া পৌরসভা হলরুমে মৌলভীবাজার এক ও দুই আসনের নির্বাচন কমিটি নিয়ে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
জেলা জামায়াতের আমীর মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মো: ইয়ামীর আলীর সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল প্রভাষক আজিজ আহমদ কিবরিয়া, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। এখন জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন। এজন্য একটি সমতল মাঠ নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না এবং প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। যারা নির্বাচনে কেন্দ্র দখল করতে চায়, কালো টাকার বিস্তার ঘটাতে চায়, তারাই এই পদ্ধতির বিরোধিতা করছে।
কোনো দলের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। আমরা সরকারের কাছে আমাদের দাবী দিয়েছি। ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা সুন্দর এবং শান্তিপুর্ণ করার জন্যই আমাদের পাঁচ দফা দাবী। আরো অনেক রাজনৈতিক দল এই দাবির প্রতি একমত।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত