নিউজ ডেস্ক। সম্প্রতি এআই সৃষ্ট ‘অভিনেত্রী’ টিলি নরউড আত্মপ্রকাশ করেছে এবং প্রযোজকরা দাবি করছে স্টুডিও কর্মকর্তারা এতে আগ্রহ দেখিয়েছেন। এসব ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হলিউডের অভিনয় শিল্পীদের সংগঠন ‘স্যাগ-অ্যাফট্রা’ (SAG-AFTRA)। তারা মানব অভিনয়শিল্পীদের বদলে কৃত্রিম শিল্পী ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে।
গত শনিবার জুরিখে একটি চলচিত্র শিল্প সম্মেলনে টিলি নরউডকে উপস্থাপন করা হয়। এ ঘটনার পর হলিউডজুড়ে সমালোচনার ঝড় ওঠে। টিলি নরউডের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ দেখা গেছে মাত্র ২০ সেকেন্ডের উপস্থিতিতে, যেখানে এআই নির্ভর টেলিভিশন শো তৈরির কাহিনি দেখানো হয়। ডাচ অভিনেত্রী ও প্রযোজক এলিন ভ্যান ডের ভেলডেন, যার লন্ডনভিত্তিক এআই প্রোডাকশন স্টুডিও ‘Particle6’ টিলি নরউডকে তৈরি করেছে, তিনি জুরিখ সামিটে উপস্থাপনার সময় জানান, নরউড ইতিমধ্যেই সবার দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে।
হলিউডের অভিনেতা ও চিত্রনাট্যকারদের এআই-সৃষ্ট স্ক্রিপ্ট ও অভিনয়শিল্পীদের মাধ্যমে প্রতিস্থাপনের আশঙ্কা ইতোমধ্যেই বড় ইস্যুতে পরিণত হয়েছে। স্যাগ-আফট্রার (SAG-AFTRA) সাম্প্রতিক স্টুডিও ও স্ট্রিমিং পরিষেবাগুলোর সাথে হওয়া চুক্তি আলোচনায় বিষয়টি গুরুত্ব পেয়েছে।
কম্পিউটার তৈরি ইমেজারি (CGI) চলচ্চিত্র টেলিভিশন শিল্পের জন্য নতুন কিছু নয়। সাম্প্রতিক বছরগুলোতে এআই-নির্ভর সফটওয়্যার বিভিন্ন প্রভাব তৈরিতে ব্যবহার হচ্ছে, যেমন “ডি-এইজিং” প্রযুক্তি, যা অভিনেতাদের তরুণ সংস্করণে পর্দায় হাজির হতে সাহায্য করে। তবে পূর্ণদৈর্ঘ্য মানব চরিত্রের অভিনয়কে সম্পূর্ণ এআই-সৃষ্ট বিকল্পের মাধ্যমে বাস্তবে উপস্থাপন করার ক্ষমতা এখনও অনেক দূরের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত