স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুর বাজারে চুরি-ডাকাতি, জান-মালের নিরাপত্তাহীনতা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “ঐক্যবদ্ধ কাদিপুরবাসী” ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নতুন ওসি যোগদানের পর থেকে কুলাউড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। তারা অভিযোগ করেন, প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাবে চুরি-ডাকাতির ঘটনা বেড়ে চলেছে, ফলে জনজীবনে নেমে এসেছে আতঙ্ক।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
পরে আয়োজকরা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত