বিশেষ সংবাদাতাঃ আপন মামীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে মামীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে ভাগিনা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে তোলপাড়। ঘটনাটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার চাটেরা গ্রামে গত ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় ঘটেছে । জানা গেছে ওই গ্রামের মৃত রুপা মিয়ার ছেলে নজরুল ইসলাম ৯ বছর পূর্বে নাসরিন বেগম কে বিয়ে করেন। বিয়র পর সুখেই দিন কাটছিল তাদের। সুন্দরী নাসরিনের এক স্বামীতে মন ভরছিল না। ভিতরে ভিতরে নতুন প্রেমিক খুঁজতে থাকেন। একসময় ভাগিনা রাজিব (২৫) এর উপর লোলুপ দৃষ্টি পড়ে নাসরিনের। আকারে ইঙ্গিতে ভাগিনাকে প্রেম নিবেদন করতে থাকেন। সুযোগ পেয়ে ভাগিনা মামীর প্রেমের সাড়া দেয়। নাসরিনের স্বামী নজরুল ইসলাম সকালে বেরিয়ে যেতেন আর রাতে বাড়িতে আসতেন। এ সুযোগে চলতে থাকে মামী নাসরিনের সাথে ভাগিনা রাজিবের গোপন অবিসার। এরই মধ্যে নাসরিন দুই পুত্র সন্তানের জন্ম দেন। ভাগিনার সাথে স্ত্রীর গোপন সম্পর্কের বিষয়টির নাসরিনের স্বামী জেনে গেলে স্ত্রীর সাথে ঝগড়া হয় এবং সংসারে অশান্তি নেমে আসে। স্বামীর বাধা উপেক্ষা করে নাসরিন গোপনে ভাগিনা রাজিবের সাথে অবৈধ ভাবে মিলিত হতে থাকেন। তাদের প্রেমের বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে অবশেষে দুই সন্তানকে ফেলে প্রেমিক রাজিবের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় নাসরিন। এদিকে স্ত্রীকে ফিরে পেতে হন্যে হয়ে খোঁজাখুঁচি করছেন নজরুল ইসলাম। রাজিবের পিতা আব্দুল হাছিব বলেন,তার ছেলের পুরো নাম শামসুল ইসলাম রাজীব। তিনি জমিজমা বিক্রি করে ছেলেকে কয়েকবার প্রবাসে পাঠিয়েছেন। কিন্তু নাসরিন তার ছেলেকে ফুসলিয়ে প্রবাস থেকে দেশে নিয়ে আসে। তিনি আরো বলেন, রাজির আমার মান-সম্মান শেষ করে দিয়েছে এই কুলাঙ্গার পুত্রকে আমি আর বাড়িতে জায়গা দিবনা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে তোলপাড়।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত