নিজস্ব প্রতিবেদক: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চুরি বৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর, শনিবার, বাদ মাগরিব 'ঐক্যবদ্ধ কাদিপুরবাসী'র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
বক্তারা অভিযোগ করেন, গত ৩ অক্টোবর রাতে কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রোমান মিয়ার তিনটি গরু চুরি হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এই ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তাকে ফিরিয়ে দেয় বলে তারা অভিযোগ করেন। বক্তারা আরও বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে তারা কঠোর আন্দোলনে নামবেন।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ডাক্তার মকবুল হোসেন এবং সঞ্চালনা করেন হাফিজ কারি শওকত মিয়া। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া শাখার সাবেক সভাপতি এম. মুক্তাদির হোসেন, বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অধ্যাপক সাইফুর আলম চৌধুরী, বিএনপি নেতা সৈয়দ তফুজ্জল হোসেন তফই, স্বেচ্ছাসবক দল কাদিপুর ইউপি শাখার সাবেক আহ্বায়ক আব্দুর রহমান, পেকুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রকিব, ঐক্যবদ্ধ কাদিপুরবাসীর পক্ষে হুমাউন আহমেদ, ছাত্রনেতা জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ রিপন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজমিল আলি এবং সাংবাদিক রুবেল বক্স পাবেল।
গরু চুরির ঘটনায় কুলাউড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামীম আকঞ্জি মুঠোফোনে জানান, "ভুক্তভোগী রোমান মিয়া প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চেয়েছিলেন। আমরা তাকে জানাই যে, এটি একটি ফৌজদারি অপরাধ, তাই মামলা (এফআইআর) দায়ের করাই উত্তম। কিন্তু তিনি মামলা দায়েরের আগ্রহ দেখাননি। তাই এই ঘটনায় পুলিশের কোনো অবহেলা নেই।"
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, স্থানীয় জনসাধারণ এবং পুলিশের বক্তব্যের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। কাদিপুরবাসীর অভিযোগ, পুলিশ তাদের সমস্যার সমাধানে যথাযথ গুরুত্ব দিচ্ছে না, অন্যদিকে পুলিশ বলছে ভুক্তভোগী নিজেই আইনি প্রক্রিয়া অনুসরণ করতে রাজি নন। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষের মধ্যে সমন্বয় জরুরি।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত