স্টাফ রিপোর্টার। কুলাউড়ার ব্রাহ্মণবাজার লোয়াইউনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও কুলাউড়া উপজেলা বিএনপির নেতা বদরুল হোসেন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহীউদ্দীন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় সম্পৃক্ত করতে এ উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। তারা আরও বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে তোলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে সম্পৃক্ত করা যাবে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত