স্টাফ রিপোর্টার: সিলেটের মোগলাবাজারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। চট্টগ্রামগামী আন্তঃনগর ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনটি মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ইঞ্জিনসহ চারটি বগি ট্র্যাক থেকে ছিটকে যায় এবং অন্তত ২০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, “ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। মোগলাবাজার এলাকায় পৌঁছালে ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর রেল যোগাযোগ স্বাভাবিক করতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। সকাল সাড়ে ৯টার দিকে ‘কালনী এক্সপ্রেস’ ঢাকা অভিমুখে রওনা দিয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি মোগলাবাজার এলাকায় প্রবেশের সময় হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়, পরে টান দিয়ে ইঞ্জিনসহ চারটি বগি ট্র্যাক থেকে ছিটকে পড়ে।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেললাইন বিকল হয়ে পড়া বা লাইন পরিবর্তন যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কুদ্দুস বলেন, “দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে বড় কোনো প্রাণহানি ঘটেনি, এটি স্বস্তির বিষয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং খুব দ্রুতই সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।”
দুর্ঘটনার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের প্রাণহানি না ঘটায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত