স্টাফ রিপোর্টার: প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফনে অংশ নিয়েছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: রুহুল আমীন। ১১ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১১টায় কর্মধা ইউনিয়নের বড়বাড়ীস্থ শীল দিঘীর পাড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার পিতা রবিরবাজারের প্রবীণ ব্যবসায়ী হাজী ইব্রাহীম আলী (৭০)।
জানা যায়, বাবার মৃত্যুতে শেষবারের মতো দেখার অনুরোধ জানিয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
মৌলভীবাজার জেলা কারাগার থেকে পুলিশের একটি প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তায় তাকে জানাজাস্থলে আনা হয় এবং পুরো সময়জুড়ে চারজন পুলিশ সদস্য তাকে ঘিরে রাখেন। পিতার জানাযার নামাজ শেষে তাকে আবার পুলিশ পাহারায় কারাগাওে ফিরিয়ে আনা হয়। এসময় এক আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়। কান্না জড়িত কণ্ঠে রুহুল আমীন উপস্থিত মুসল্লিদের কাছে মরহুম পিতার জন্য দোয়া কামনা করেন।
প্যারালে মুক্তির বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক শনিবার সন্ধ্যায় জানান, ৪ ঘন্টার জন্য জেলা প্রশাসকের কাছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্যারালে মুক্তি প্রাপ্ত আসামির পিতার জানাযার নামাজে অংশ নেন। নামাজ শেষে দুপুরের দিকে পুলিশ পাহারায় পুণঃরায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় ১০ মাসের অধিক সময় থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ২টি মামলায় জেল হাজতে কারাবন্দী রয়েছেন রুহুল আমীন। রুহুল আমীনের পিতা কর্মধা গ্রামের বাসিন্দা হাজী ইব্রাহীম আলী ১০ অক্টোবর সকাল সাড়ে ১০ ঘটিকায় সিলেট হার্ড ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জানাযার নামাজে অংশ নেন সাবেক এমপি এড. নওয়াব আলী আব্বাস খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা জামায়াত নেতা রেজানুর রহিম ইফতেখার প্রমূখ।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত