স্টাফ রিপোর্টার: বড়লেখা সরকারি (টিটিসি) প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত অবশেষে শুরু হতে যাচ্ছে। অভিযোগ রয়েছে, সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, বিদ্যালয়ের সম্পদ বিক্রি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন।
জানা গেছে, প্রায় এক বছর আগে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকসহ স্থানীয় ১৩ এলাকাবাসী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালকের বরাবর লিখিত অভিযোগ দেন। চলতি বছরের ২০ জানুয়ারি বিভাগীয় উপ-পরিচালক মো. নূরুল ইসলাম মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসারকে ১০ কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্তের নির্দেশ দিলেও তা গত আট মাসেও সম্পন্ন হয়নি। অভিযোগ রয়েছে, জেলা শিক্ষা অফিসের এক প্রধান সহকারী ঘুসের বিনিময়ে তদন্তের নির্দেশনার চিঠি আট মাস ধরে গোপন রাখেন। সম্প্রতি অভিযোগকারীরা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে তাগাদা দিলে তদন্ত কার্যক্রম পুনরায় সক্রিয় হয়। বিভাগীয় উপ-পরিচালকের নতুন নির্দেশে আগামী সোমবার বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন তদন্তে যাচ্ছেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান।
অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস বিদ্যালয়ের পুরোনো সীমানা প্রাচীর ও লোহার ফটক ভেঙে বিক্রির টাকা আত্মসাৎ করেন। স্কুল মাঠের ছায়াবৃক্ষ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলেন। ২০২৩-২৪ অর্থবছরে দুটি প্রকল্পে (সীমানা প্রাচীর নির্মাণ ও মাঠ ভরাট) ১ লাখ ২ হাজার টাকা সরকারি বরাদ্দ পেয়েও কাজ না করে পুরো অর্থ আত্মসাৎ করেন। এছাড়া নতুন ভবন ও ওয়াশব্লক থাকাসত্ত্বেও মেইনটেন্যান্স বাবদ আরও ১ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তদুপরি, নিলাম হওয়া পুরোনো ভবনের ৯৫ জোড়া ডেস্ক-বেঞ্চ, ৫টি টেবিল, ৫টি চেয়ার ও ৬টি সচল ফ্যান সরিয়ে ভাড়া করা গুদামে রাখে। পরে শিক্ষা অফিসের নির্দেশে মুছেগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১৬ জোড়া পাঠিয়ে বাকি ফার্নিচার, গেটসহ পুরোনো মালামাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিক্রি করে টাকা আত্মসাৎ করেন।
অভিযোগকারী তারেক আহমদ বলেন, প্রধান শিক্ষকের এসব অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। পরে বিভাগীয় অফিসে লিখিত অভিযোগ দেই। তদন্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, সোমবার সরেজমিন তদন্ত করতে অভিযোগকারী ও অভিযুক্ত উভয়কেই নোটিশ পাঠানো হয়েছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত