স্টাফ রিপোর্টার। প্রবাসী ও এলাকাবাসীর অর্থায়নে ৬ বছর পূর্বে প্রতিষ্টিত কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের মাদানগর প্রবাসী ইদগাও বাজারটি নানা সমস্যায় জর্জরিত। প্রতিষ্টার পর কয়েকবছর সরকার বাজারটি ইজারা দিয়ে বার্ষিক ৪০ হাজার টাকা করে রাজস্ব আয় করে। কিন্তু এলাকার জনৈক ব্যাক্তির ষড়যন্ত্রের কারনে বিগত ২ বছর থেকে ইজারা দেওয়া বন্ধ রাখে কুলাউড়া উপজেলা প্রশাসন।
সরেজমিনে গেলে দেখা যায়, সরকারী অর্থায়নে একটি শেডঘর নির্মিত হলেও বাজারের ৮০ ভাগ জায়গার উপরে কোন ছাউনি নেই। এলাকার কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে বাজারে বিক্রির জন্য আসছেন। কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসায় তারা অন্যের দোকানে আশ্রয় নিতে হয়েছে। বাজারে আসা ক্রেতারা জানান, বাজারটি প্রতিষ্টা হওয়ায় এতদঞ্চলের বিশাল উপকার হয়েছে। কারন হিসাবে তারা বলেন,মাদানগর প্রবাসী বাজারের ৫ কি:মি দুরে রবিরবাজার, ৪ কি:মি;দূরে নছিরগঞ্জ বাজার। এর মধ্যে আর কোন বাজার না থাকায় উক্ত বাজারের উপর কয়েকটি গ্রামের মানুষ বাজার সদাই করার জন্য নির্ভরশীল হয়ে পড়েছেন। বর্তমানে বাজারটি ইজারা না হওয়ায় বাজারটি সরকারের উন্নয়ন বঞ্চিত হচ্ছে। বিশেষ করে বাজারটি একটু নিচু এলাকায় প্রতিষ্টা হয়েছে। মাটি ভরাটের খুবই প্রয়োজন। নছিরগঞ্জ টু রাজাপুর সেতু রাস্তার সংযোগ সড়কটি যেটি বাজারে এসেছে সেটি কাঁচা হওয়ায় রাস্তা দিয়ে লোকজনের খুবই কষ্ট্ হচ্ছে।
বাজারের অন্যতম প্রতিষ্টাতা দক্ষিনসুরমা সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মো:গিলমান আলী ও মাওলানা শেখ এবাদুর রহমান,প্রবাসী মো:মারজান আলী জানান, বাজারে শেডঘরের অভাবে এবং মাটি ভরাটের অভাবে কৃষক ও বিক্রেতারা সবজি,মাছসহ আনুষাঙ্গিক দ্রব্যাদি নিয়ে বাজারে বসতে পারছেননা। সরকারের নিকট আবেদন, বাজারটির উন্নয়নের স্বার্থে বাজারে আরও একটি শেড ঘর নির্মান, মাটি ভরাট এবং রাস্তাটি ইটসলিং কিংবা পাকাকরন করা হলে বাজারে ক্রেতা বিক্রেতা বাড়বে এবং সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
জানা যায়, বাজারটি এলাকার মানুষ ও প্রবাসীরা মিলে ২০১৯ সালে ২৬ শতক জমি ক্রয় করে সরকারের নামে দিয়ে বাজার প্রতিষ্টা করেন। উক্ত বাজারের পাশে রয়েছে একটি মসজিদ,একটি মাদ্রাসা,একটি ঈদগাও ও একটি কবরস্থান। বাজারে বিদ্যুৎও রয়েছে। বাজারে প্রতিদিন ক্রেতা বিক্রেতা আসলেও সপ্তাহে ২ দিন মঙ্গল ও শুক্রবার সাপ্তাহিক হাট বসে।
এব্যাপারে সহকারী কমিশনার(ভূমি) আমিনুল ইসলাম কুলাউড়ার দর্পণকে জানান, সরকারী গ্যাজেটভুক্ত বাজারটি যাতে ইজারা হয় সেবিষয়টি আমরা দেখছি। আর সমস্যার বিষয়টি বাজার কর্তৃপক্ষ লিখিত আকারে দিলে সমাধানের চেষ্টা করব।
এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো:মহি উদ্দিন জানান, আবেদন পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত