স্টাফ রিপোর্টার। কুলাউড়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৪৬ ব্যাটালিয়ন (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার মুরইছড়া ও আমতলী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৬১ হাজার ২০০ টাকা মূল্যের ৫৮৫ প্যাকেট ভারতীয় সিগারেট ও ২ হাজার ৮৮৪ প্যাকেট ভারতীয় নাছির (পাতার) বিড়ি জব্দ করা হয়।
অধিনায়ক আরও জানান, সীমান্তরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত