সিলেট ব্যুরো: সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম সিলেটে যোগদানের পর নাগরিক সেবার মান উন্নয়নে নানা রকম উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য ""জিনিয়া অ্যাপ''।
GenieA অ্যাপটি প্লে স্টোর ও আই স্টোরে পাওয়া যাবে এবং এটি সিলেটের সকল নাগরিকের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা টুল হয়ে উঠবে। অ্যাপটির মাধ্যমে জিডি, মামলা, তথ্য প্রদান, আইনি পরামর্শ সহ বিভিন্ন জরুরি সেবা পাওয়া যাবে। এছাড়া ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং যানজট সম্পর্কিত তথ্য সরবরাহ করা হবে।
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দ্রুতত সময়ের মধ্যে সংগঠিত অপরাধের ব্যবস্থা নিতে ভুক্তভোগী নাগরিক কে পুলিশী সহায়তা দিতে ‘জিনিয়া’ নামে প্রযুক্তিনির্ভর একটি মোবাইল অ্যাপ চালু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
আনুষ্ঠানিক উদ্বোধন এর মধ্য দিয়ে সিলেটের মোগবাজার থানায় ১৬ অক্টোবর সকাল ১১ টায় যাত্রা শুরু হলো
মোগলাবাজার থানায় পুলিশী সেবা ভিত্তিক অ্যাপ "GenieA” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, বিশেষ অতিথি ছিলেন ডিআইজি, সিলেট রেঞ্জ মোঃ মুশফেকুর রহমান, জেলা প্রশাসক, সিলেট মোঃ সারওয়ার আলম, , জেলা পুলিশ সুপার, সিলেট মো: মাহবুবুর রহমান,,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারআবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম সেবা।
জিনিয়া অ্যাপ এর কার্যক্রম শুরু করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (ডিসি) সাইফুল ইসলাম।
মোগলা বাজার থানা পুলিশের অফিসার ইনচার্জ ফয়সাল আহমেদ সংবাদ লেখা পর্যন্ত ১৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় জানান,এই অ্যাপসের সেবানোর জন্য এখনো কেউ আসেননি , থানায় ডিউটি অফিসার যারা থাকবেন তারা এই সেবা দিবেন। সেজন্য অফিসারদের প্রস্তুত রাখা হয়েছে।
তবে গত (১ অক্টোবর) বুধবার দুপুরে নিজ কার্যালয়ে
নাগরিক সুবিধা বান্ধব এ্যাপসটির পরীক্ষামূল উদ্বোধন শেষে মিডিয়া ব্রিফ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার
আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
এসয় কমিশনার জানান, এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা সহজেই পুলিশের সহায়তা পাবে এবং বিভিন্ন জরুরি সেবার সাথে সরাসরি সংযুক্ত হতে পারবে।
অ্যাপটির কার্যক্রম মোগলা বাজার থানায় শুরু হলে ও এবং একমাসের মধ্যে পুরো সিলেট শহরের সকল থানায় এটি চালু করা হবে।
অ্যাপ ব্যবহারকারীরা সহজে পুলিশের সাথে যোগাযোগের সুযোগ পাবে। বিশেষ করে 'এসওএস' বাটন ব্যবহার করে যেকোনো বিপদে পুলিশের সহায়তা পাওয়া যাবে।
একটি ক্লিকেই সংশ্লিষ্ট থানায় নোটিফিকেশন যাবে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবে।
পুলিশ কমিশনার জানান, সময়ের সঙ্গে অপরাধের ধরণ বদলেছে। তাই নাগরিকদের দ্রুত সহায়তা দিতে আমরা চালু করেছি ‘জিনিয়া’-অ্যাপ, যা পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক, প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, সহজ রিপোর্টিং সুবিধাসহ থাকবে নানা সুবিধা।
সিলেটসহ দেশের পুলিশ বাহিনী একদিন লন্ডন পুলিশের মতো হবে উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা) বলেন, আমি সবসময় এই স্বপ্ন দেখি। নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা হবে। তার অন্যতম উদাহরণ হচ্ছে সিলেটে চালু হওয়া GenieA অ্যাপ।
উল্লেখ্য , ১লা অক্টোবর থেকে এই আ্যপের পরীক্ষা নিরীক্ষার কাজ চালানো হয়েছে।
সিলেট মেট্রপলটন পুলিশের এ উদ্যোগ অপরাধ দমনে জনগণের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে সাধারণ মানুষ।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত