স্টাফ রিপোর্টার: কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবীতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে কুলাউড়া উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে পৌর শহরের স্টেশন চৌমুহনীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে অংশ নেন। প্রথমে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কয়েক শতাধিক শিক্ষক-কর্মচারী একত্রিত হয়ে মিছিল সহকারে স্টেশন চৌমুহনীতে মানববন্ধনে মিলিত হন। মানববন্ধন চলাকালে পৌর শহরের প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রীপুর জালালীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল হক, মহতোছিন আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, রবিরবাজার দারুছুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, ইউসুফ গণি আদর্শ কলেজের অধ্যক্ষ এ এন এম আলম, বরমচাল স্কুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আক্তার, ছকাপন স্কুল এন্ড কলেজের প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক আজিজুর রহমান, বাদে ভূকশিমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ানোর বিষয়ে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের দাবি, শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিক্যাল ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা আরো বলেন, শিক্ষক বাঁচলে দেশ বাঁচবে, শিক্ষক থাকলে প্রতিষ্ঠান থাকবে। জাতি গড়ার কারিগর হলেন শিক্ষকরা। দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাদের দাবি আদায়ে রাজপথে নেমে এসেছে। শিক্ষকরা থাকার কথা ছিল শ্রেণীকক্ষে। কিন্তু আজকে তাদের নায্য দাবি নিয়ে রাস্তায় নেমে শহীদ হচ্ছেন। ৭৫ পরবর্তী সময়ে এদেশের যত অফিস-আদালতসহ যারা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদের শিক্ষক কারা। এদেশের সকল শিক্ষককের শিক্ষকরা আজকে রাজপথে নেমে এসেছে। আজকে যারা শিক্ষকদের প্রতি বৈষম্য করছে তাদের উচিত দাবি মেনে নিয়ে শিক্ষকদের সম্মান জানানো।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত