স্টাফ রিপোর্টার। ১৯৬৭ সালে কুলাউড়ার মনরাজ গ্রামে জন্ম নেওয়া সৈয়দ জুবায়ের আলী বর্তমানে নিউজার্সি, যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। পিতা মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী,খলীফায়ে ফুলতলী, সাবেক ইমাম,কুলাউড়া দক্ষিণ বাজার জামে মসজিদ, এবং মাতা জকিয়া বেগম।
সৈয়দ জুবায়ের আলী শিক্ষাজীবন শুরু করেন কুলাউড়া বিএইচ প্রাইমারী স্কুল থেকে। পরবর্তীতে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় ফাজিল ১ম বর্ষ পর্যন্ত অধ্যয়ন করেন এবং শেষ পর্যন্ত কুলাউড়া ডিগ্রী কলেজ থেকে ইংরেজিতে বিএ ডিগ্রি অর্জন করেন।
রাজনীতিতে যোগ দেন ১৯৮৪ সালে জাতীয়তাবাদী ছাত্রদল হাত ধরে। ১৯৮৬ সালে কুলাউড়া উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক নির্বাচিত হন। কুলাউড়া কলেজ ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হওয়া ছাড়াও, ১৯৯০ সালে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্ব দেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে কারাবরণ করেন। ১৯৯১ সালে প্রবাসী জীবন শুরু করে যুক্তরাষ্ট্রে যান।
পরবর্তীতে তিনি নিউজার্সি স্টেট বিএনপি’র প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হন এবং ১৯৯৬ সালে সভাপতি নির্বাচিত হন। যুক্তরাষ্ট্র বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে জেলা মর্যাদায় সভাপতি নির্বাচিত হন, অনুমোদন করেছেন বিএনপি কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও সৈয়দ জুবায়ের আলীর অবদান অসামান্য। তিনি প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহজালাল-লতিফিয়া ইসলামিক সেন্টার, নিউজার্সি, মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশন, কুলাউড়া এর চেয়ারম্যান এবং বিভিন্ন প্রবাসী ও ইসলামিক সংগঠনের বোর্ড সদস্য ও উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি প্যাটারসন মসজিদ আল-ফেরদৌস, ফুলতলী ইসলামিক সেন্টার, লংলা রাশিদিয়া-শমসেরিয়া হাফিজিয়া মাদরাসা ও জকিয়া বেগম এতিমখানা ছাত্রাবাস প্রতিষ্ঠা করেছেন।
প্রবাস জীবনেও দেশের মানুষের জন্য অবদান রাখা, রাজনীতি, ধর্ম ও সমাজসেবার মধ্যে সমন্বয় করার ক্ষেত্রে সৈয়দ জুবায়ের আলী অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নেতৃত্ব ও সক্রিয়তা প্রমাণ করে, যে দেশের মানুষের সেবা শুধু অবস্থান বা স্থানের সীমাবদ্ধতায় বাধা পায় না।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত