স্টাফ রিপোর্টার | কুলাউড়া দর্পণ।। কুলাউড়া শহরের ক্রমবর্ধমান যানজট এখন এলাকাবাসীর নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে। শহরের মূল সড়কে সকাল থেকে রাত পর্যন্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পথচারী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, শহরের যানজট নিরসনের কার্যকর সমাধান হিসেবে উত্তর কুলাউড়া থেকে একটি বাইপাস সড়ক নির্মাণ অত্যন্ত জরুরি। এই বাইপাসটি কৌলা এলাকার কাছে মৌলভীবাজার সড়কের সঙ্গে সংযুক্ত করা গেলে শহরের ভেতর দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হবে এবং যানজট অনেকটাই কমে যাবে।
বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা আরও বলেছেন, শহরের মধ্যে কোনো বাসস্ট্যান্ড রাখা যাবে না। শহরের প্রবেশমুখে উপযুক্ত স্থানে আধুনিক বাস টার্মিনাল গড়ে তুললে একদিকে যেমন যানজট নিরসন হবে, অন্যদিকে শহরের সৌন্দর্যও ফিরে আসবে।
বিএনপি নেতা তপন চৌধুরী তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন:
“কুলাউড়া শহরের যানজট নিরসনের জন্য উত্তর কুলাউড়া থেকে বাইপাস নির্মাণ জরুরি। এই বাইপাসটি কৌলার কাছে মৌলভীবাজার সড়কে সংযোগ করতে হবে। শহরের মধ্যে কোনো বাসস্ট্যান্ড রাখা যাবে না।”
ফেসবুকে আরও একটি মন্তব্য এসেছে মোঃ আজিম থেকে:
“সাবেক তিন বার এমপি ছিলেন একজন, আরেকজন ছিলেন দুই বার, আরেকজন ছিলেন দুই বার। এই বিষয়ে কেউ কখনও কথা বলেনি। এঁরা সংসদে গিয়ে শুধু মনু নদী ভাঙনের বিষয়ে কথা বলেন, কারণ সেখানে বড় বাজেট আসে চুরি করতে সুবিধা হয়। এখন আমরা আর এইসব সাবেক এমপিকে চাই না। নতুন মুখ চাই, দলের একক প্রার্থী হতে হবে।”
স্থানীয় জনগণ দ্রুত এ উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত