বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের জন্মস্থান কুলাউড়া—যে উর্বর মাটিতে আমারও নাড়ি গেঁথে আছে। ডাঃ শফিকুর রহমান একজন নীতিনিষ্ঠ, শান্তস্বভাবের মানুষ। পেশায় চিকিৎসক হলেও তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতি ও সমাজসেবার সঙ্গে যুক্ত। সংযম, ন্যায়বোধ ও নৈতিকতার ভিত্তিতে তিনি দলকে এগিয়ে নিচ্ছেন বলে চিন্তকদের ধারণা।
গতকাল তাঁর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা একান্ত বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। পাশাপাশি প্রবাসীদের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ দাবি তাঁর নজরে আনার চেষ্টা করেছি—যেমনটি আমি গত চল্লিশ বছর ধরে করে আসছি; যখনই সুযোগ মেলে, প্রবাসীদের কথা বলি।
আমরা যারা প্রবাসী, কেউই সখের কারণে বিদেশে আসিনি। যদি দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ, সুশাসন ও কর্মসংস্থানের সুযোগ থাকত, তাহলে নিশ্চয়ই কেউ স্বজনহীন জীবন বেছে নিত না। কয়েক দিন আগে ঢাকা বিমানবন্দরে এক হৃদয়বিদারক দৃশ্য সবার মন কাঁপিয়েছে—এক নববধূ তার স্বামীর কোমরে জড়িয়ে ধরে হাউ-মাউ করে কাঁদছে, আর চিৎকার করে বলছে, “আমাকে খাওয়াতে হবে না, তবুও আমাকে রেখে যেও না।” এই দৃশ্য আমাদের বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি। আমি বিশ্বাস করি, যদি সবাই দেশে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বাঁচতে পারত, তাহলে কেউ প্রবাসীর তালিকায় নাম লেখাতে চাইত না।
দেশের জিডিপিতে প্রবাসীদের অবদান প্রায় ১২ শতাংশ, তবুও তাদের প্রাপ্য মর্যাদা এখনো দেওয়া হয় না। একবার চোখ বন্ধ করে ভাবুন—প্রবাসীদের রেমিট্যান্স না থাকলে আজকের বাংলাদেশ হয়তো আফ্রিকার কোনো দরিদ্র, ক্ষুধাক্লিষ্ট দেশের চিত্রই ধারণ করত। বাংলাদেশের রাজনীতিকরা যত দ্রুত এই বাস্তবতা অনুধাবন করবেন, তত তাড়াতাড়ি আমরা নিজের দেশকে নিজেরাই বাসযোগ্য করে তুলতে পারব। কারণ, বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে অভিবাসন নীতি কঠোর করছে—অনেক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে, কেউ কেউ সুযোগ সীমিত করছে। অদূর ভবিষ্যতে এই প্রবাসপথ আরও সংকুচিত হয়ে যাবে।
যাকগে—
ডাঃ শফিকুর রহমানের ব্যস্ত সময়ের মাঝেও প্রায় দেড় ঘণ্টা ধরে আমাদের মধ্যে রাজনীতি, সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। প্রবাসীদের প্রসঙ্গে আমি যে কয়েকটি দাবি তুলেছি, তা হলো—
১. পাঁচ মহাদেশ থেকে বাছাই করে প্রবাসীদের জন্য ৫০টি আসন সংরক্ষণ।
২. সংবিধানের ৬৬(গ) অনুচ্ছেদ সংশোধন—যাতে জন্মসূত্রে বাংলাদেশি হলেও পরবর্তীতে দ্বৈত নাগরিকত্ব নেওয়া ব্যক্তিরাও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান।
৩. বাংলাদেশ বিমানকে নিউইয়র্ক–ঢাকা রুটে দ্রুত চালুর ব্যবস্থা।
৪. প্রবাসীদের জান-মাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
৫. দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ পদে যোগ্য প্রবাসীদের অন্তর্ভুক্ত করা, কেননা বিভিন্ন নীতি-নির্ধারণী স্তরে প্রায় দুই সহস্রাধিক দক্ষ ব্যক্তির প্রয়োজন হয়।
সম্মানিত আমীর মহোদয়ের সঙ্গে এই আলোচনা শুধু রাজনীতি নিয়ে ছিল না—এটি ছিল প্রবাসী জীবনের বেদনা, প্রত্যাশা ও মাতৃভূমির প্রতি আমাদের অটুট ভালোবাসার এক আন্তরিক বৈঠক। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সাবেক এমপি এম এম শাইন
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত