আবেগের বশবর্তি হয়ে এবং কিছু লোভী, স্বার্থবাদী, ব্যক্তিভক্ত মানুষের কারণে অনেককেই এমপি-পুতুল এমপি বানিয়েছে কুলাউড়া বাসী। কিন্তু কুলাউড়া উপজেলা প্রকৃতপক্ষে ও দৃশ্যমান কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি!
এবার এসব থেকে বেরিয়ে আসার সময় এসেছে। আসুন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুলাউড়াকেও নতুন করে গড়ে তুলি।
একটিবার কুলাউড়ার জন্য ভাবুন। গত প্রায় ১৫ বছরেরও বেশি সময় আওয়ামী সরকার ক্ষমতায় ছিলো, কিন্তু কুলাউড়া পৌরসভার মধ্যে ১৯৩৯ সালে স্থাপিত একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়টি আজ পর্যন্ত সরকারি করণে কারো কোনো ভ্রুক্ষেপ নেই!!
লক্ষ লক্ষ ছাত্রী গড়ার ঐতিহ্যবাহী কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়টি আগামীতে সরকারি করণের তালিকায় সর্বাগ্রে—সর্বপ্রথমে রাখার জোড় দাবি জানাচ্ছি।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির প্রবেশ পথে সামান্য বৃষ্টি হলেই প্রায় হাঁটু পানি হয়ে যায়! রোগী ও স্বজনদের এই ভোগান্তি দীর্ঘবছর দেখার কেউ নেই! সামাজিক মাধ্যমে দেখেছিলাম— হাসপাতাল গেট থেকে হাসপাতালের প্রবেশদ্বার পর্যন্ত বাঁশের সাঁকোর মতো করে রোগী ও স্বজনদের পারাপারের ব্যবস্থা করা হয়েছিলো!
কিন্তু কেন এমন করতে হবে? বৃষ্টি আসলেই রোগীদের এমন দুর্ভোগ—এর জন্য কি কোনো স্থায়ী কিছু করার নেই? না কি করতে চাওয়া বা দেওয়ার ইচ্ছা নেই? নাকি কিছু করার মতো যোগ্যতাসম্পন্ন প্রতিনিধি কেউ নেই, বা ছিলো না?
কুলাউড়া জংশন থেকে বাংলাদেশের যেকোনো প্রান্তে যাওয়ার একটি রেলপথ ও সড়কপথ রয়েছে। রেলপথে সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার নতুন ট্রেন চালু করা জরুরি এবং এ বিষয়ে জোড় দাবি জানাচ্ছি।
শহরের সড়ক পথে প্রতিদিন যানজটের দুর্ভোগে ভুগছে কুলাউড়ার মানুষ! বাইপাস সড়ক নির্মাণে কার্যকর কোনো পদক্ষেপ নেই! দীর্ঘ বছর ধরে কুলাউড়ার মানুষের ন্যায্য দাবিগুলো আদায়ে সম্মানিত এমপি-চেয়ারম্যানগণ সমাধানের পরিবর্তে বরাবরই এড়িয়ে গেছেন!
আরো নানাবিধ সমস্যায় জর্জরিত ও উন্নয়নবঞ্চিত কুলাউড়া উপজেলা।
পূর্বের সবকিছুকে উপেক্ষা করে—১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সমন্বয়ে কুলাউড়া উপজেলাটির স্বার্থ দেখুন। মৌলভীবাজার জেলার বৃহত্তর এই উপজেলাকে সর্বোত্তমভাবে উন্নয়ন করার চিন্তাভাবনাকে সামনে রেখে, সঠিক যোগ্যতা সম্পন্ন এমপি ও অন্যান্য প্রতিনিধিদের নির্বাচন করুন।
পরিবর্তনের পালে হাওয়া লেগেছে।
আমরাও পরিবর্তন হই, কুলাউড়া উপজেলাকে নতুন রূপে পরিবর্তন করি—
এই হোক আমাদের অঙ্গীকার।
এই প্রত্যাশা সহ সবার প্রতি রইলো শুভকামনা অবিরাম।
✍️ লেখক: প্রবাস থেকে শফিকুজ্জামান চৌধুরী
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত