স্টাফ রিপোর্টার।। সিলেট বিভাগের রেলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য চলমান ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের অংশ হিসেবে ১ নভেম্বর শনিবার সিলেট বিভাগে রেলপথ অবরোধ কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালন করা হবে।, শুক্রবার সন্ধ্যা ৭ টায় কুলাউড়ায় এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়া’র আহবায়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই। সংবাদ সম্মেলনে তারা জানান,শনিবার সিলেট বিভাগের সবকটি রেলওয়ে স্টেশন বন্ধ থাকবে, সিলেট, কুলাউড়া, শ্রীমঙ্গল, সায়েস্থাগঞ্জ রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচী, ঢাকার মগবাজারে অবরোধ ও কমলাপুর রেলওয়ে প্লাটফর্মে মানববন্দন কর্মসূচূী পালন করা হবে।কুলাউড়া রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচীতে অংশ নেবেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খাঁনসহ বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ।
সংবাদসম্মেলনে উপস্থিত ছিলেন ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়া’র আহ্বায়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই, কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মছব্বির আলী, কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখশ, প্রেসক্লাব,কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন প্রমুখ। সংবাদসম্মেলনে জানানো হয়,
সিলেট-ঢাকা রুটে রেললাইন সংস্কার, আসন সংখ্যা বৃদ্ধি, নতুন দুটি বিশেষ ট্রেন চালুসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে সিলেট অঞ্চলে গত আগস্ট মাসে শুরু হয় আন্দোলন। ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন পরিষদ কুলাউড়ার উদ্যোগে প্রথম আন্দোলন শুরু হলেও পরবর্তীতে গোটা সিলেট জুড়ে এই আন্দোলন বিস্তৃতি লাভ করে। ধারাবাহিকভাবে, কুলাউড়া, সিলেট, শ্রীমঙ্গল, ভাটেরা, টিলাগাঁও, লংলা ও মাইজগাঁও স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গত ২৭ সেপ্টেম্বর কুলাউড়া জংশন স্টেশনে আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। এসময় বিক্ষুব্দকারীরা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন প্রায় আধা ঘন্টা আটকে রাখে। সেসময় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দেন ১৫ দিনের মধ্যে কুলাউড়ায় আন্দোলনকারীদের সাথে বসে বিষয়টির সমাধান করবেন। তার এই প্রতিশ্রুতির প্রেক্ষিতে আন্দোলনকারীরা সেদিন ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে ট্রেন ছেড়ে দেন। সেই মোতাবেক রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুর ইসলাম। আন্দোলনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জাতীয় পাটি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ এবং ৮দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম, আতিকুর রহমান আখই প্রমুখ।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত