স্টাফ রিপোর্টার,কুলাউড়ার দর্পণ।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী এম রওশন আলী (জি. এস. রওশন) কুলাউড়ার বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তিনি কুলাউড়ার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও জনবহুল এলাকায় প্রচারণা চালান।
নিজেকে কুলাউড়ার মাটি ও মানুষের সন্তান এবং একজন নিবেদিতপ্রাণ বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিয়ে এম রওশন আলী বলেন,
“এই হাসি-কান্না, কুলাউড়ার এই মাটি আমার রক্তে মিশে আছে। আমি শুধু রাজনীতিবিদ নই, আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন কর্মী, যিনি জনগণের সেবার মাধ্যমে কুলাউড়াবাসীর মুখে হাসি ফোটাতে চান।”
তিনি আরও বলেন,
“আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যেন হালাল পথে জনগণের সেবা করার তৌফিক দেন, সত্য, সততা ও ন্যায়ের পথে অটল থাকতে পারি।”
গণসংযোগ কর্মসূচিতে তিনি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও নিরাপত্তার জন্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের বিজয়ের জন্য বিশেষ দোয়া করেন।
বিস্তৃত গণসংযোগ কার্যক্রম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এম রওশন আলী সম্প্রতি কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
তিনি বরমচাল, ব্রাহ্মণবাজার, গাজীপুর, বিভিন্ন বাজার ও জনতা বাজার এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।
এ সময় তিনি সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দেন। পাশাপাশি আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ভুকশিমইল ইউনিয়নের কালেড়ারা বায়তুল আমান জামে মসজিদে নামাজ শেষে তিনি তারেক রহমানের দেওয়া ৩১ দফা রূপরেখা তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন।
পরে কুলাউড়ার বিভিন্ন চা-বাগানের শ্রমিক ও উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এম রওশন আলী বলেন,
“বিএনপি বিশ্বাস করে নবীন-প্রবীণদের সমন্বয়ে তরুণনির্ভর সংসদ গড়তে হবে, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়।”
দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ
সম্প্রতি ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
দলীয় কর্মকাণ্ড ও আসন্ন নির্বাচনে প্রার্থিতার প্রস্তুতি নিয়ে এসময় গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে।
রওশন আলীর রাজনৈতিক ও শিক্ষাগত পটভূমি
এম রওশন আলী কুলাউড়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জেনারেল সেক্রেটারি (জি. এস.) ছিলেন।
তিনি ২০১৫ সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
এছাড়া তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটস কলেজে স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচিত প্রেসিডেন্ট ও গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি দীর্ঘদিন প্রবাসে থেকেও কুলাউড়ার উন্নয়ন, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে কাজ করে যাচ্ছেন।
তার লক্ষ্য—“জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে জাতীয়তাবাদী আদর্শে একটি কল্যাণমুখী বাংলাদেশ গঠন।”
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত