স্টাফ রিপোর্টার।। সিলেটের ওসমানীনগর থানার দয়ামির এলাকার মাদ্রাসা সামনে ০১.০১১.২৫ শনিবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। হবীগঞ্জ এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিনজন — হারুন মিয়া ও তার ছোট মেয়ে আনিসা আক্তার।
এ ঘটনায় প্রাইভেট চালকও ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়, স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হারুন মিয়া পরিবারের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন। ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত