ষ্টাফ রিপোর্টার। স্টেশন থেকে ছেড়ে গেছে ট্রেন। প্রায় ৫ কিলোমিটার পথও পাড়ি দিয়েছে। তবে একজন উচ্চপদস্থ রেল কর্মকর্তাকে তোলার জন্য ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনটি আবার স্টেশনে এসেছে। এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে। এতে সাধারণ যাত্রীদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ ও বিশৃঙ্খলা। অনেকেই এমন ঘটনাকে ‘বিশ্বরেকর্ডসুলভ’ বলে কটাক্ষ করেছেন।
সোমবার (৩ নভেম্বর) বিকাল ৪টা ২৬ মিনিটে পঞ্চগড় থেকে পার্বতীপুরগামী কাঞ্চন সেমি আন্তঃনগর ট্রেন স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর আচমকা পেছনের দিকে চলা শুরু করে। প্রায় পাঁচ কিলোমিটার যাওয়ার পর ট্রেনটি আবার মূল স্টেশনে ফিরে আসে, তখন যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য।
জানা গেছে, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম ট্রেনে উঠতে পারেননি। তাকে তুলতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেনটি ফিরিয়ে আনা হয়।
লোকাল ট্রেন’ বলায় আরও ক্ষোভ
ট্রেন ফিরে আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ডিআরএম আবু হেনা মোস্তফা আলম ট্রেনটিকে ‘লোকাল’ বা ‘নরমাল ট্রেন’ উল্লেখ করে এতে উঠতে অনীহা প্রকাশ করেন এবং পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে চান। এতে যাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।
ক্ষোভে ফেটে পড়া যাত্রীরা প্ল্যাটফর্মে বিক্ষোভ করেন এবং রেল প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, যাত্রীরা ট্রেনের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন।
যাত্রী সাহাবুল আলম বলেন, ‘একজন কর্মকর্তার জন্য পুরো ট্রেন ফেরানো অন্যায্য। আমরা প্রতিদিন ভোগান্তিতে থাকি, অথচ একজন বড় কর্মকর্তা উঠতে না পারলেই ট্রেন ফিরে আসে— এটা মেনে নেওয়া যায় না।’
অবশেষে পরিস্থিতি সামাল দিতে তুমুল প্রতিবাদের মুখে ডিআরএম আবু হেনা মোস্তফা আলমকে সেই ট্রেনেই যাত্রা করতে হয়।
রেল আইন লঙ্ঘনের অভিযোগ।
রেলওয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটি সম্পূর্ণ নিয়মবহির্ভূত। একবার প্ল্যাটফর্ম ছাড়ার পর কোনও ট্রেন যাত্রী বা কর্মকর্তার জন্য ফেরানো যায় না।’
স্থানীয়রাও জানিয়েছেন, ঠাকুরগাঁও রেল স্টেশনে এরকম ঘটনা আগে কখনও ঘটেনি।
ঠাকুরগাঁও রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিআরএম স্যার স্টেশন পরিদর্শনে এসেছিলেন এবং দিনাজপুর যাওয়ার কথা ছিল। লালমনিরহাট অফিস থেকে নির্দেশ আসার পর ট্রেনটি ফিরিয়ে আনা হয়।
অন্যদিকে ডিআরএম আবু হেনা মোস্তফা আলম জানান, তিনি স্টেশন পরিদর্শনের সময় অসুস্থবোধ করায় পরের ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তিনি বলেন, ‘আমাকে না জানিয়েই ট্রেন ছেড়ে যায়, আবার আমাকে না জানিয়েই সেটি ফিরিয়ে আনে।’
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত