আবুল হাসনাত মোফাজ্জল করিম
’’শুধু ফিলোসফি দিয়ে কাজ হবে না, শক্ত হাতে লাঠিটাও ধরতে হবে’’ সুষ্ঠভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ঐতিহাসিক এই উক্তিাট করেছিলেন হাকালুকি হাওরের মধ্যভাগে বেরকুঁড়ী গ্রামে জন্ম নেয়া এক ক্ষণজস্মা পুরুষ আবুল হাসনাত মোফাজ্জল করিম ।
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে ১৯৪১ সালের ৬ আগস্ট জন্ম। পিতা ১৯৫৪ সালের ‘‘ডিষ্ট্রিক্ট ইন্সপেক্টর অব স্কুলস্’’ আলহাজ এরশাদ আলী।
লেখাপড়ার প্রাথমিক পাঠ নানা বাড়ী দেওগাঁওয়ের বড়বাড়ি। বাবা সরকারি চাকুরিজীবী হওয়ায় মৌলভীবাজার, সিলেটসহ বিভিন্ন স্থানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) এবং ইংরেজী বিষয়ে এমএ।
কর্মজীবন শুরু বরমচাল উচ্চ বিদ্যালয় ও সিলেট এম সি কলেজে শিক্ষকতা দিয়ে। ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মধ্যদিয়ে সরকারি চাকুরীর পথযাত্রা। বাংলাদেশ স্বাধীন হবার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠিতসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ১৯৯৯ সালে অবসর গ্রহণ করেন।
অবসর গ্রহণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন এবং ঐ দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদে নিযুক্ত হন। ২০০৩ সালের অক্টোবর মাসে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন।
মোফাজ্জল করিম একজন লেখক, গবেষক, কবি, কলামিস্ট এবং সুবক্তা। গদ্য ও কবিতা মিলে ২৪টি বই প্রকাশিত হয়েছে। এখনও লিখে যাচ্ছেন। শরীর বৃদ্ধ হয়েছে কিন্তু মননে এখনও যৌবন। প্রতিভার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন –অগ্রণী ব্যাংক পুরস্কার-১৯৮৮, আলাওল সাহিত্য পুরস্কার – ১৯৯৭, রাগীব-রবেয়া সাহিত্য পুরস্কার – ২০১০, কেমুসাস সাহিত্য পুরস্কার – ২০১৬।
জাতীয়তাবাদী দলে যোগদানের পর কুলাউড়া থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করার আশা নিয়ে তিনি এসেছিলেন, রাজনৈতিক সভা সমারেশ ও শুরু করেছিলেন, কিন্তু তৎকালীণ কুলাউড়ার এক বহুরূপী বিএনপির নেতা এবং তাদের সাঙ্গপাঙ্গদের অশ্লীল আচরণের কারণে তিনি আর এ পথে অগ্রসর হননি। যদি তখন কুলাউড়া বিএনপি তাকে সাদরে স্ব-সম্মানে গ্রহণ করতো তবে কুলাউড়া পেত কেন্দ্রের বড়মাপের নেতা ও মন্ত্রী এবং তার নেতৃত্বে আজ সিলেট বিভাগ চলতো। লোকমুখে প্রচলিত আছে কুলাউড়ার বিএনপির স্থানীয় কয়েকজন অযোগ্য কুচক্রী নেতাদের কারনে দলে কোন ভালো যোগ্যতাবান ব্যক্তিরা আসতে পারে না। যদি কেহ আসে তবে তাকে তাড়িয়ে দেয়া হয়। কুলাউড়ার পথে প্রান্তরে। লেখক ওয়াহিদ মুরাদ
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত