“স্বজন সক্রিয়তায় ভাসে গগন শীর্ষে, চিত্ত উথলিয়ে উঠে অচেনা বৈরাগী”— কবির এই পঙ্ক্তির মতোই কুলাউড়ার সন্তান মোকাব্বির হোসেন আজ সাফল্যের শীর্ষে। জীবনের দীর্ঘ সংগ্রাম আর নিষ্ঠার পথ পাড়ি দিয়ে তিনি এখন দেশের প্রশাসনের শীর্ষ পদে আসীন।
১৯৬৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। পিতা কুলাউড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের উছলাপাড়া গ্রামের মো. আব্দুল মছব্বির। ছোটবেলা থেকেই মেধাবী ও পরিশ্রমী এই মানুষটি শিক্ষাজীবনে একের পর এক সাফল্য অর্জন করেছেন।
তিনি প্রাথমিক শিক্ষা নেন বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে, উচ্চ মাধ্যমিক সিলেট এম.সি. কলেজে, স্নাতক মৌলভীবাজার সরকারি কলেজে এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
১৯৯১ সালে ১০ম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দিয়ে শুরু হয় তার কর্মজীবন। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। এরপর তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে কর্মরত আছেন।
কুলাউড়ার মানুষ তার এই সাফল্যে গর্বিত। এলাকার সর্বস্তরের মানুষ মনে করেন— মেধা, সততা ও দায়িত্ববোধ দিয়ে মোকাব্বির হোসেন আজ বাংলাদেশের প্রশাসনে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।
📘 লেখক: ওয়াহিদ মুরাদ
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত