পৃত্রিমপাশা সংবাদদাতা: কুলাউড়ার পৃত্রিমপাশার রবিরবাজার ও কর্মধা এলাকায় মাদক ব্যাবসায়ীরা বেপরোয়া হয়ে ওঠেছে। পুলিশ, র্যাব, বিজিবি বিভিন্ন সময় অভিযান করে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করলেও মাদক ব্যাবসায়ীদের গডফাদাররা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে আওয়ামী লীগের দলীয় প্রভাবে পৃতিমপাশা সহ পুরো রবিরবাজার অঞ্চলে মাদক ব্যাবসায়ীরা ছিলো বেপরোয়া। বিশেষ করে পৃতিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ন সাধারন সম্পাদক জুবের আহমদ জুয়েল এর নেতৃত্বে একটি মাদক সিন্ডিকেট মাদকের জমজমাট ব্যাবসা চালিয়ে এসেছিলো। অবশ্য মাঝে মধ্যে জুয়েলের সাঙ্গোপাঙ্গরা ইয়াবা সহ ধরাও পড়ে পুলিশের হাতে। জানা যায়, পৃতিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক দেওগাউ নিবাসি জুবের আহমদ জুয়েল এর ঘনিষ্ঠ সহচর একই গ্রামের মৃত ললাম মিয়ার পুত্র ইয়াসিন মিয়া (৪০) কে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে পুলিশ। ২০২৩ সালের ২৪ মে কুলাউড়া থানা পুলিশ টিলাগাউ ইউনিয়নের টাঙ্গাফুল কার্লবাটের উপর থেকে মাদক ব্যাবসায়ী ইয়াসিন কে আটক করায় তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জুবের আহমদ জুয়েল পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়ান। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর ছত্রছায়ায় থাকা জুয়েল তার সহপাঠী ইয়াসিন কে কেনো ইয়াবা সহ গ্রেফতার করল সে কারনে তৎকালীন ওসি আব্দুস ছালেকের নিকট কৈফত চান। বিষয়টি তৎকালীন সময়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে জুবের আহমদ জুয়েল পুলিশের উপর নাখোশ হন।পরবর্তীতে মোটা অংকের টাকা খরচ করে ইয়াছিন কে আদালত থেকে জামিনে বের করে নিয়ে আসেন। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগ নেতা জুয়েল ও আওয়ামী লীগ নেতা ইয়াছিন গোপনে মাদক ব্যাবসা চালিয়ে যান। অতি সম্প্রতি ইয়াছিন ইয়াবার বড় বড় চালান এনে সীমান্ত এলাকায় মাদক কেনা বেচা বীরদর্পে চালিয়ে যাচ্ছে বলে অনুসন্ধানে জানা যায়। এলাকাবাসী জানান মাদক সম্রাট ইয়াছিনের গডফাদার হলো আওয়ামী লীগ নেতা জুয়েল। অবশ্য গত ১৫ বছর আওয়ামী লীগের শাসন আমলে বিভিন্ন অবৈধ ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি। কয়েক বছর থেকে রাজারদিঘি তার নিয়ন্ত্রণে রেখে লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি করে হাতিয়ে নিচ্ছে। অন্য কাওকে টেন্ডারে অংশ গ্রহন করতে না দিয়ে জুয়েল কম মূল্যে রাজারদিঘি ইজারা নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা যায়। পুরো বিষয় গুলি গোয়েন্দা পুলিশের নজরে রয়েছে বলে জানা গেছে। সচেতন মহলের দাবি ইয়াবা ব্যাবসায়ীদের গডফাদার কিভাবে প্রসাশনের চোখ ফাকি দিয়ে এখনো অপ তৎপরতা চালিয়ে যাচ্ছে সেঠি বোধগম্য হচ্ছেনা।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত