স্টাফ রিপোর্টার। দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের সন্তান, মণিপুরী সম্প্রদায়ের গর্ব সন্দ্বীপ কুমার সিংহ বরগুনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। এতে উপসচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।
সন্দ্বীপ কুমার সিংহ এর আগে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার জন্য তিনি প্রশাসনে একজন সুনামধন্য কর্মকর্তা হিসেবে পরিচিত।
নিজ এলাকা কমলগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তের মণিপুরী সম্প্রদায়ের মানুষ তার এই পদায়নে আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভরে উঠেছে টাইমলাইন।
স্থানীয়রা জানান, “সৎ, মানবিক ও উন্নয়নমুখী এই কর্মকর্তা বরগুনা জেলাতেও দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমরা বিশ্বাস করি।”
প্রশাসনিক এই রদবদলকে সরকার আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন আরও শক্তিশালী করার অংশ হিসেবে দেখছে বলে জানা গেছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত