শ্রীমঙ্গল প্রতিনিধি: দারিদ্র্য, সামাজিক বাধা আর বিয়ের চাপ—সব প্রতিবন্ধকতাকে জয় করে চা-বাগানের কন্যা প্রিয়াংকা গোয়ালা আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তরুণী। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানের শ্রমিক পরিবারের মেয়ে তিনি।
প্রিয়াংকার বাবা ছিলেন চা-বাগানের শ্রমিক। প্রতিদিন মাত্র ১০২ টাকার বিনিময়ে কাজ করেও তিনি মেয়ের পড়াশোনার প্রতি উৎসাহ দিতেন। আর সেই অনুপ্রেরণাই আজ প্রিয়াংকাকে জীবনের নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
সমাজের অনেকের চাপ, আত্মীয়স্বজনের বিয়ে দেওয়ার চেষ্টা, আর আর্থিক সংকট—সবকিছু উপেক্ষা করে প্রিয়াংকা কলেজ জীবনেই নিজের বিয়ে ঠেকিয়ে দেন। এরপর সাহসী সিদ্ধান্ত নিয়ে আবেদন করেন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW)-এ। মেয়েদের জন্য বিশেষ বৃত্তি এবং প্রথম আলো ট্রাস্ট ও IDLC-এর সহায়তায় তার স্বপ্ন নতুন দিগন্তে উড়ে যায়।
AUW থেকে জনস্বাস্থ্যে স্নাতক ডিগ্রি অর্জনের পর প্রিয়াংকা ইনস্টিটিউট অফ ওয়েলবিয়িং-এ ইন্টার্নশিপ করেন। বর্তমানে তিনি ব্রাদার্স ফার্নিচার লিমিটেডে কমিউনিটি সেলস অফিসার হিসেবে কর্মরত।
বিশ্ববিদ্যালয় সমাপ্তির দিনটি ছিল তার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। মায়ের চোখে জল, বাবার মুখে গর্বের হাসি—সবকিছু যেন প্রমাণ করে, অধ্যবসায় ও শিক্ষা-ই জীবনের সবচেয়ে বড় শক্তি।
প্রিয়াংকা বলেন,
“চা-বাগান, পাহাড় বা দারিদ্র্য—কিছুই তোমার স্বপ্ন থামাতে পারবে না। শিক্ষা তোমার মুক্তির চাবিকাঠি।”
তার গল্প আজ হাজারো মেয়ের অনুপ্রেরণা—যেখানে সাহস, অধ্যবসায় আর শিক্ষাই স্বপ্নপূরণের পথ দেখায়।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত