স্টাফ রিপোর্টার।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনঃবিবেচনার দাবি জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাসহ মিছিল ও পথসভা করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আবেদ রাজার কর্মী সমর্থকরা। এসময় কুলাউড়া শহরের প্রধান সড়কে প্রায় আধা ঘন্টা যানজটে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়লে ভোগান্তিতে পড়েন যাত্রীসহ জনসাধারণ।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে নিজ উপজেলা কুলাউড়া পৌঁছালে তাঁর এলাকার লোকজনসহ দলীয় কর্মী-সমর্থকরা বিশাল মোটরসাইকেল শোডাউন সহকারে আবেদ রাজাকে বরণ করে নেন। এসময় কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন এলাকা থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মিছিলটি কুলাউড়া শহর প্রদক্ষিণ করে।
মিছিল শেষে কুলাউড়া স্টেশন চৌমুহনীতে পথসভায় বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা তাঁর বক্তব্যে বলেন, সিলেট বিভাগ আন্দোলনসহ সিলেটের যোগাযোগ, স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখি। ২০০৮ সালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপির রাজনীতিতে যোগ দেই। দীর্ঘ ১৭ বছর থেকে আন্দোলন-সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলাম বিএনপির সকল কর্মকান্ডে। হামলা, মামলা ও পুলিশের ভয়ে যখন কেউ রাস্তায় নামেনি তখন আমি কুলাউড়া ও ঢাকার রাজপথে সরব ছিলাম।
এজন্য আমি একাধিকবার জেল খেটেছি, হামলায় আহত হয়েছি। দলের দুর্দিনের একজন কর্মী হিসেবে ২০০৮ সালে বিএনপির মনোনয়ন পাই। ওইসময় ষড়যন্ত্র করে আমার প্রার্থীতা স্থগিত করলে উচ্চ আদালতের রায়ে নির্বাচনের চারদিন আগে প্রার্থীতা ফিরে পেলেও ভোটারদের কাছে ঠিকমত যেতে পারিনি।
তিনি আরো বলেন, ২০০৮ সালের পর থেকে বিএনপির জন্য নিজেকে সপে দিয়ে আন্দোলন, সংগ্রাম, হামলা, মামলা, নির্যাতন, আমরন অনশন, গুলির মুখে, কারাভোগে আবেদ রাজা, আর ধানের শীষের মনোনয়নে অন্যপ্রার্থী এটা হতে পারেনা। এটা মেনে নেয়া যায়না। আমার কাছ থেকে ধানের শীষ নেয়া হয়নি। প্রাথমিকভাবে অন্য একজন প্রার্থী মনোনয়ন পেলেও চূড়ান্ত মনোনয়নে আমি পাবো বলে আশাবাদী। তিনি বলেন, বিএনপির মনোনয়ন ঘোষণার দিন সকাল পর্যন্ত প্রার্থী তালিকায় আমার নাম ছিল। কিন্তু ষড়যন্ত্র করে তালিকা থেকে আমার নাম বাদ দেয়া হয়েছে। এজন্য মনোনয়ন পুনঃবিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন করেছি।
তিনি বলেন, আশা করছি বিগত ১৭ বছরের কর্মকান্ড মূল্যায়ন করে আমাকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকায় আমাকে ধানের শীষ প্রতীক দেয়া হবে। নিজেকে যোগ্যপ্রার্থী মনে করে প্রয়োজনে উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলার ভোটারদের নিয়ে মতামত গ্রহণের দাবি জানান। এতে যদি ভোটাররা আমাকে যোগ্য প্রার্থী হিসেবে রায় না দেন তাহলে আমার কোন আক্ষেপ কিংবা দাবি থাকবেনা।
দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবেদ রাজা বলেন, সিদ্ধান্তটি আমি কুলাউড়ার জনগণের কাছে ছেড়ে দিলাম। জনগণই যথাসময়ে এর সিদ্ধান্ত নেবে। পথসভায় প্রবীণ বিএনপি নেতা ও পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খানের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ। এসময় প্রায় কয়েক শতাধিক নেতাকর্মী, সমর্থক উপস্থিত ছিলেন।
বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবি জানিয়ে আবেদ রাজার সমর্থকরা বলেন, কুলাউড়া আসনটিতে দলের ত্যাগী নেতা আবেদ রাজাকে বঞ্চিত করা হয়েছে। দলের কঠিন সময়ে কারানির্যাতিত নেতা আবেদ রাজা তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত রেখে দলকে উজ্জীবিত রেখেছেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার নেতৃত্বের প্রতি আস্থা রাখেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে এ আসনে আবেদ রাজাকেই প্রার্থী করা প্রয়োজন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঘোষিত মনোনয়ন তালিকায় মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকুর নাম ঘোষনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আসনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, অ্যাডভোকেট আবেদ রাজা ছাড়াও একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত