‘‘শাসক শিষ্য গড়ে, শোষিবার তরে
নীতিবান পৃষ্ঠ হয়ে, হারায় সর্বকূল’’
মোঃ ফখরুল ইসলাম লিখিতভাবে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ শব্দটি সংবিধানে থাকলেও জন্মের পর থেকে বাংলাদেশ প্রকৃত গণতন্ত্রের মূখ দেখেনি। যে যখন ক্ষমতায় গেছে রাজতন্ত্রের ধাঁচে দেশ শাসন করেছে আর মূখে গণতন্ত্রের বুলি প্রচার করেছে। গত ষোলটা বছর ছিল হাসিনা রাণীর কুখ্যাত শাসনকাল। এই সময়ে সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে বিএনপি আর জামাত শিবির। চাকুরীর বেলায় ছাত্রাবস্থায় যারা শিবির বা ছাত্রদল করেছে তাদেরকে অপরাধীর চোখে দেখা হতো, আর ছাত্রলীগ হলে বীরের চোখে দেখা হতো। এসব দল করার কারণে কত মেধাবী যুবকের জীবনের স্বপ্ন ধ্বংস হয়েছে তার ইয়াত্তা নেই। কিন্তু জামায়াত যখন বুঝতে পেরেছে তাদের টিকে থাকতে হলে কৌশলের অবলম্বন করতে হবে। তখন থেকে তারা শিবিরের মেধাবী ছাত্রদের ছাত্রলীগের মধ্যে ঢুকিয়ে ফায়দা হাসিল করতে থাকে। যার পরিনামে আজ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের জয় জয়কার। ছাত্রাবস্থায় শিবির করার অপরাধে আমাদের কুলাউড়ার এক মেধাবী কৃতি সন্তানের চাকুরী জীবনকে নরক বানিয়ে রেখেছিল আওয়ামীলীগ সরকার।
সেই ব্যক্তিটি হচ্ছেন কুলাউড়া পৌরসভাধীন বিহালা গ্রামের অতিরিক্ত সচিব মোঃ ফখরুল ইসলাম। জন্ম ১৯৬৬ সালের ২৭শে এপ্রিল। পিতা স্কুল শিক্ষক মোঃ আব্দুস সোবহান মাতা হোসনে আরা বেগম।
শিক্ষা জীবনের শুরু বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, এসএসসি- নবীণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে, এইচ.এস.সি- কুলাউড়া ডিগ্রী কলেজে, স্নাতক ও স্নাতকোত্তর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। মেধাবী ছাত্র মোঃ ফখরুল ইসলাম সর্ব পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন।
কর্মজীবন শুরু করেছিলেন ভেটেনারী সার্জন হিসেবে। কয়েক বছর চাকুরী করার পর প্রশাসনিক নিয়মানুযায়ী বিসিএস (প্রশাসন) ক্যাডরের ১৭তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ধারাবহিকতায় ২০০৭-২০০৮ সালে দক্ষিণ সুরমা উপজেলাসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। অবশেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হিসাবে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ছিলেন। হাসিনা সরকারের রোষানলে পড়ে সুদীর্ঘ বছর তিনি ওএসডি, পদোন্নতি বঞ্চিত ছিলেন। জুলাই বিপ্লবের পর গত বছরের ২৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করে অবসর গ্রহণ করেছেন।। কুলাউড়ার পথে প্রান্তরে । লেখক ওয়াহিদ মুরাদ
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত