কুলাউড়া উপজেলায় যুগে যুগে বহু কৃতিমান নর-নারী জন্ম গ্রহণ করেছেন। তাদের একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক এবং পাকিস্তানের সাবেক শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আলতাফ হোসেন। কুলাউড়া উপজেলার দেওগাাঁও গ্রামের আহমদ উল্লা ই.এ.সির পুত্র আলতাফ হোসেন এর জন্ম ১৯০০ সালের ২৬শে জানুয়ারী।
প্রাথমিক শিক্ষা জীবন কাটে সিলেট শহরে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক গৌহাটী কটন কলেজ ও কলকাতা সিটি কলেজ থেকে। ১৯২১ সালে সিলেট এম.সি কলেজ থেকে বি এ পাশ করেন এবং ১৯২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২য় ব্যাচের ছাত্র হিসেবে ইংরেজীতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজীর প্রভাষক হিসেবে কর্ম জীবনের শুরু। ১৯২৬ সালে কলকাতা ইসলামীয় কলেজের অধ্যপক, রাজশাহী কলেজ, চট্রগ্রাম কলেজ এ চাকুরী শেষে ১৯৩৭ সালে সালে নিযুক্ত হন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের অধ্যক্ষ হিসেবে।
১৯৩৮ সালে বাংলা সরকারের “ডাইরেক্টর অব পাবলিক ইনফরমেশন অফিসার” হিসেবে সরকারি দায়িত্ব গ্রহণ করেন। ১৯৪২ সালে ভারত সরকারের “প্রেস এডভাইজার” নিযুক্ত হন। তখন বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায় তাঁর লেখা গুরুত্বের সাথে প্রকাশিত হত। ১৯৪৪ সালে কায়েদে আজম মোহাম্মদ জিন্নাহের অনুরোধে সরকারি চাকুরি ছেড়ে ইংরেজী দৈনিক ”ডন” পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। তখনকার সময়ে “ডন” ছিল ভারতীয় উপমহাদেশের সর্বাধিক পঠিত দৈনিক পত্রিকা। ১৯৪৭ সালে পাক-ভারত আলাদা হলে করাচীতে ‘ডন’ পত্রিকা স্থানান্তরিত হয়। ১৯৪৪ থেকে ১৯৬৫ পর্যন্ত সুদীর্ঘ ২২ বছর আলতাফ হোসেন “ডন” পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
১৯৬৫ সালে আয়ুব খানের বিশেষ অনুরোধে এবং ডন পত্রিকার স্বার্থ রক্ষার জন্য পাকিস্তানের কেন্দ্রীয় “শিল্প ও প্রাকৃতিক সম্পদ” মন্ত্রী হিসেবে যোগদান করেন। ১৯৬৮ সালের ২৯শে মে মন্ত্রী পদে থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন। লেখক ওয়াহিদ মুরাদ
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত