1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে কুলাউড়ার কাদিপুরের গৌরব: ক্ষীরোদ বিহারী সোম ও তাঁর উত্তরসূরি

হাওরের পরিবেশ রক্ষায় ১১ দফা দাবি আদায়ে প্রতিবাদ

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : হাওর ও পরিবেশ রক্ষার দাবিতে প্রতিবাদ জানিয়েছেন হাওর রক্ষা আন্দোলন, মৌলভীবাজার জেলা কমিটি।

বুধবার ১৬ জুলাই দুপুরে চৌমুহনায় এক সভায় সংগঠনটি ১১ দফা দাবি বাস্তবায়নে মাসভিত্তিক কর্মসূচি ঘোষণা করে।

সংগঠনের সভাপতি আ.স.ম সালেহ সোহেল ও সদস্যসচিব এম. খছরু চৌধুরী জানান, জুলাই মাসজুড়ে জেলার সক্রিয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে হাওর ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে মতবিনিময় হবে। আগস্টে হাওর পাড়ের কৃষক ও মৎস্যজীবীদের সাথে হাটসভা, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। সেপ্টেম্বর মাসে জেলার সব উপজেলায় কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। অক্টোবর মাসে প্রচারপত্র বিলির মাধ্যমে জনমত গঠন এবং জেলা সম্মেলনের আয়োজন করা হবে। দাবি পূরণ না হলে নভেম্বর মাসে ‘হাইল হাওর জনতার দখলমুক্ত অভিযান’-এর ঘোষণা দেন নেতারা।

এ সময় নেতারা বলেন, হাওর আমাদের প্রাণ, হাওর বাঁচলে কৃষক বাঁচবে, পরিবেশ বাঁচবে। আমরা দেশের নাগরিক হিসেবে স্বাধীনতা পরবর্তী ৫৩ বছর ধরে বিস্মিত ও হতবাক হয়ে দেখছি , ভূমি জালিয়াতি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৫ ধারা সহ আরও অনেক ধারায় এর সব গুলোই শাস্তিযোগ্য অপরাধ। হাইল হাওরে প্রাণ আরএফএল কোম্পানি সহ অন্যান্য অনেক ফিশারি মালিক এসকল অপরাধ সংগঠিত করার পরও তাদের কে শাস্তির আওতাধীন করা হচ্ছে না কেন । আরএফএল কোম্পানি হাইল হাওরে পরিবেশ – প্রতিবেশের ক্ষতি ও তাদের দ্বারা সংঘটিত অপরাধ উহ্য রেখে প্রশাসন সহ নানা মহলে বিভ্রান্তিমূলকভাবে সৌরবিদ্যুত, ফিশারিজ, পোল্ট্রি শিল্প স্হাপনের লাভজনক দিক উপস্হাপন করার দুঃসাহস দেখাচ্ছেন। এলাকার নিরীহ কৃষকদের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। এলাকার জাল জালিয়াতির দখল করা গরীব কৃষকদের জমি অবিলম্ব ফিরত দিতে।

প্রাণ আরএফএল কোম্পানীর হাইল হাওরের ফিশারিজের বাঁধের কারনে কোদালীছড়া দিয়ে মৌলভীবাজার শহরের পানি যথাসময়ে নামতে পারে না। গত মে মাসে শহরে জলাবদ্ধতাও এর অন্যতম কারণ।

বক্তারা আরও বলেন, কাউয়াদিঘী হাওরের মাঝখানে ১১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প পনের অসৎ উদ্দেশ্য হলো-(১) প্রকল্প কেন্দ্রে যোগাযোগ নামে হাওরের মাঝে বরাবর একটি সড়ক নির্মান (২) হাওরের কৃষকের কম মূল্যর জমি হাতিয়ে নেওয়ার পাশাপাশি সরকারের খাস জমি দখল করে, হাওর পরিবেশ ধ্বংস করে নানা ধরনের শিল্প কারখানা স্থাপন করা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট