স্টাফ রিপোর্টার || কুলাউড়ার দর্পণ
কুলাউড়া উপজেলার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মানিত শিক্ষক জনাব ফারুক উদ্দিন আহমদ সুন্দর।
অনুষ্ঠানটি আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিলেন সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব হেলাল খান, যিনি চাইল্ড কেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ফুলেরতল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে বক্তারা কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও তাদেরকে শিক্ষাক্ষেত্রে অব্যাহত অগ্রগতির জন্য উৎসাহ দেন। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও ধন্যবাদ জানানো হয় তাদের সমর্থন ও অবদানের জন্য।
অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত একটি শিক্ষামূলক ও অনুপ্রেরণাদায়ী আয়োজন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।