স্টাফ রিপোর্টার।
কুলাউড়ায় মোটরসাইকেল থেকে পড়ে আহত শিক্ষিকা মোছাম্মৎ হোছনা বেগম মারা গেছেন। মঙ্গলবার গভীর রাতে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। হাছনা বেগম কুলাউড়া উপজেলার রাউতগাও ইউনিয়নের একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন’র স্ত্রী।
কুলাউড়ার গণমাধ্যম কর্মী আলাউদ্দিন কবির জানান, শিক্ষিকা হাছনা বেগম অন্যান্য দিনের মতো মঙ্গলবার ১২ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ৯ টায় স্বামীর মোটরসাইকেলে চড়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। রাউতগাঁও ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় পৌছার পর তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। গভীর রাতে তিনি মারা যান।
এদিকে শিক্ষিকা হাছনা বেগমের মৃত্যু সংবাদে কুলাউড়ায় সহকর্মী ও শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা অনেকটা ভাইরাল হয়ে গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।