
স্টাফ রিপোর্টার।। বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল দক্ষিণ গান্ধাই আঞ্চলিক সড়কের মুড়াগঞ্জ (৬ নং ওয়ার্ড) এর অংশে বিদ্যুতের খুঁটি সড়কের দিকে হেলে পড়েছে। এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছে স্থানীয় এলাকাবাসি।
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তাজ উদ্দিন তাজু, প্রবীণ মুরুব্বি ফখর মিয়া বলেন, গত জুন মাসে প্রচন্ড ঝড়-তুফানের কারণে মুড়াগঞ্জ সড়কের উপর একটি বৈদ্যুতিক খুঁটি সড়কের দিকে হেলে পড়ে। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় বিদ্যুৎ অফিসকে অবহিত করা হয়েছে পরে বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে কর্মকর্তা পাঠানো হয় কিন্তু বিগত দিনে ঝড়-বৃষ্টি ও কর্দমাক্ত রাস্তার অজুহাত দেখিয়ে কর্মকর্তারা বিদ্যুতের খুঁটি মেরামতে অনীহা প্রকাশ করেন। বর্তমানে সতর্কতার সঙ্গে যানবাহন ও পথচারীরা চলাচল করছে।
এদিকে স্থানীয় ব্যবসায়ী নিয়াজ উদ্দিন ও নিরাপদ সড়ক চাই’য়ের সদস্য আব্দুস সামাদ আজাদ বলেন, গত ২৯ অক্টোবর বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি ঐ খুঁটি মেরামতের জন্য এজিএম রুহুল আমিনকে দায়িত্ব দেন কিন্তু তিনি আজও পর্যন্ত এলাকায় আসেন নি, এজিএমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে চলেন।
এ বিষয়ে বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম খাইরুল বাকি বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। বোবারথল এলাকার যে খুঁটি হেলে পড়েছে, সেটা মেরামত করতে লোক পাঠিয়েছিলাম আশাকরি দ্রুত এর সমাধান হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।