মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বেগমানপুর গ্রামে ডিশ অ্যানটেনার সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত দাস (১১) নামের এক শিশু মারা গেছে। আজ শুক্রবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দীপ্ত দাস ওই উপজেলার নূরপুর গ্রামের প্রয়াত ইরেশ দাসের ছেলে। সে পাশের জুড়ী উপজেলার ভূঁয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।