স্টাফ রিপোর্টার । কুলাউড়ার দর্পণ:: কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের মনু নদীর তীরবর্তী এলাকার ৭ গ্রামের মানুষজন বেড়ীবাঁধ ও ব্যাঙছড়া নালা রক্ষার্থে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। ২৬শে জুন বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে টিলাগাঁও ইউনিয়ন পরিষদের সম্মুখে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। সালন, গন্ডারগড়, পুরিগ্রাম, তাজপুর, খন্দকারের গ্রাম, মিয়ারপাড়া, সন্দ্রাবাজ গ্রামবাসী উক্ত বেড়ীবাঁধ (কটারকোনা ব্রীজের উত্তর পাড়) দিয়ে যাতায়াত করেন। উক্ত বাঁধ দিয়ে দিনরাত ভারী পরিবহন (ট্রাক) ব্যবহার করে মনু নদী থেকে উত্তোলনকৃত স্তুপ করে রাখা বালু নেওয়া হয়। ফলে ওই বাঁধটির (রাস্তাটির) মারাত্নক ক্ষতি সাধন হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ চলাকালে বালু উত্তোলনকারীর পক্ষের প্রতিনিধি দীপক দে উপস্থিত হন। তিনি এলাকাবাসীর দাবির সাথে একাত্নতা পোষণ করেন এবং রাস্তা সংস্কার করে দেওয়ার পাশাপাশি ভারী পরিবহন ব্যবহার না করার আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী শান্ত দেন। পাশাপাশি একসপ্তাহের মধ্যে চ্যাঙছড়া খাল খনন করে পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার বিষয়টিও তিনি আশ্বাস দেন। তবে দাবিটির যথাযথ বাস্তবায়ন না হলে পুনরায় আন্দোলনের হুশিয়ারী দেন।
কর্মসূচিতে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাছিত, সমাজসেবক সৈয়দ গোলাম রহমান আজমল, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস আলী, টিলাগাঁও ইউপি সদস্য আজিজ বেগ, সাবেক সদস্য দেওয়ান চান্দ আলী, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ছয়ফুল, সাংগঠনিক সম্পাদক মখলিছুর রহমান, ব্যবসায়ী মুহিবুর রহমান জাহাঙ্গীর, সমাজসেবক আতিকুর রহমান, স্থানীয় বাসিন্দা সৈয়দ আবদুল মতিন প্রমূখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।