1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় সন্ধ্যা রাতে ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই। ভিডিও ফুটেজ অবৈধ অনুপ্রবেশ- বড়লেখা সীমান্তে নারী ও শিশুসহ ১০ রোহিঙ্গা নাগরিক আটক হিজড়াদের অত্যাচারে অতিষ্ঠ কুলাউড়াবাসী। আত্মসম্মান নিয়ে বেচে থাকাই দায়। কুলাউড়া বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী শামীম আহমদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপি’র সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় শওকতুল ইসলাম শকু ও জয়নাল আবেদীন বাচ্চু কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী লড়াই টিলা ধসে মাটিতে আটকে পড়া শ্রমিককে উদ্ধার করলেন যুবক কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়া শহরে মেইন সড়কে অনিরাপদ মিনিস্টার গেইট, দুর্ঘটনার আশঙ্কা শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতায় চারা বিতরণ কর্মসূচি

কুলাউড়া সংসদীয় আসনে বিএনপির একাধিক প্রার্থী: জামায়েতের আমীরের ব্যাপক তৎপরতা: আলী আব্বাস আছেন জোটের আশায়

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন। কুলাউড়ার দর্পণ:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুলাউড়ায় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে নানা হিসাব-নিকাশ চলছে। দুই হেভিওয়েট প্রার্থীর একজন কারাগারে, আরেকজন প্রবাসে নিউ ইয়র্কে।

এই দুজনের একজন ’৮৯ এর ডাকসুর সাবেক ভিপি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ কুলাউড়ায় একাধিকবার এমপি নির্বাচিত হয়েছিলেন।

আরেকজন বিএনপি করতেন, দুবার এমপি হয়েছিলেন এম এম শাহীন। তিনি ২০১৮ সালে বিএনপি ছেড়ে বিকল্পধারায় যোগ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে হেরেছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মনসুর এর কাছে হেরেছিলেন সাবেক এমপি এম এম শাহীন ।

২০২৪ সালে একতরফা নির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী ছিলেন এম এম শাহীন। ভোটের দিন মাঝপথে ভোট থেকে সরে যান তিনি। দেশের রাজনীতি ছেড়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ব্যস্ত সময় পার করছেন মিডিয়া ও অন্যান্য ব্যবসা করে।

কুলাউড়ার সুলতান ও শাহীনের বিপুল সমর্থক রয়েছে, তবে তারা এখন অনেকটা রাজনৈতিকভাবে দিকনির্দেশনাহীন । কেননা তারা দুজনই বারবার দল ও মার্কা বদল করে কর্মী-সমর্থকদের হতাশ করেছেন। সুলতান ও শাহীনের বিপুল সমর্থকরা জানেন না তাদের প্রিয় নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কী? এই দুই নেতার অনুপস্থিতিতে কুলাউড়ার মাঠে এখন নানা নতুন মুখের আনাগোনা চলছে।

তাছাড়া গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের আওয়ামী লীগের নীলনকশার একতরফা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি হয়েছিলেন। বর্তমানে তিনি বিদেশে পলাতক রয়েছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ আওয়ামী লীগের একেবারেই তৎপরতা নেই। আওয়ামী লীগের অফিস এখন চাল এবং ফলের আড়ত হিসেবে ব্যবহৃত হচ্ছে। বেশির ভাগ নেতাকর্মীরা দেশে-বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। কুলাউড়ার রাজনীতির মাঠ এখন আওয়ামী লীগশূন্য।

জেলার কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৬৫৮। এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচনি এলাকা।

পৌরশহর থেকে শুরু করে গ্রাম-জনপদ, হাওরাঞ্চল ও চা বাগানগুলোতে বইছে আগাম নির্বাচনি হাওয়া। সরগরম হয়ে উঠেছে চায়ের হোটেল। চায়ের কাপে ঝড় উঠেছে আগাম নির্বাচনি নানা আলাপ-আলোচনায়।

সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনি প্রস্তুতি নিচ্ছেন। গেল কোরবানির ঈদে প্রার্থীরা এলাকায় নিজেদের প্রার্থিতার কথা জানান দিতে গণসংযোগ, সভা-সমাবেশ ও মতবিনিময় করে ব্যস্ত সময় কাটিয়েছেন।

১৯৮৮ সালে জাতীয় পার্টির লাঙল প্রতীকে এমপি নির্বাচিত হয়েছিলেন নবাব আলী আব্বাস খান। এরশাদের পতনের পর ১৯৯১ সালে নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) থেকে এবং ২০০৮ সালে সব দলের অংশগ্রহণে এই আসন থেকে মহাজোটের হয়ে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন নবাব আলী আব্বাস খান।

২০১৪ সালে একদলীয় নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন (স্বতন্ত্র) প্রার্থী হয়ে নির্বাচন করে এমপি নির্বাচিত হন। তখন মহাজোট জাতীয় পার্টির (এরশাদ) জন্য আওয়ামী লীগ আসনটি ছেড়ে দেয়। এই আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচন করেন মহিবুল কাদের চৌধুরী পিন্টু।

১৯৯৬ সালের ১২ জুনের সপ্তম সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে আওয়ালী লীগের মনোনীত প্রার্থী হয়ে ’৮৯-এর ডাকসুর সাবেক ভিপি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীকালে এদিকে ২০১৮ সালে পাতানো নির্বাচনে আওয়ামী লীগ থেকে ছিটকে পড়া গণফোরামের প্রার্থী সাবেক ডাকসুর ভিপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ কুলাউড়া আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি নির্বাচিত হন। বর্তমানে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ কারাগারে রয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা কুলাউড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা, কর্মী সভা ও বিভিন্ন জাতিগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করছেন।

জামায়াতে ইসলামী ইতোমধ্যে মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলীকে প্রার্থী ঘোষণা করলেও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের বাড়ি কুলাউড়া উপজেলায়। ইতোমধ্যে তিনি কয়েক দফা কুলাউড়া সফর করছেন। তিনি হিন্দু সম্প্রদায় ও চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ ছাড়াও তৃণমূল পর্যায়ের বিভিন্ন সমাবেশে ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন।

আগামীতে তিনি কুলাউড়া আসনে জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানকে প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এমন আলোচনাও নির্বাচনি এলাকায় ভোটারদের মুখে মুখে ।

কুলাউড়ায় একাধিকবারের সাবেক এমপি অ্যাডভোকেট নবাব আলী আব্বাস খান যিনি বর্তমানে বিএনপির সমমনা ১২ দলীয় জোটের জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য। নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন নবাব আলী আব্বাস খান।

২০০৮ সালে চার দলীয় জোটের প্রার্থী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি, সাবেক সহসভাপতি জেলা বিএনপি ও সদস্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এডভোকেট আবেদ রাজা বিএনপির একজন ত্যাগী নেতা। জেলা বিএনপির সাবেক সহ সভাপতি । একাধিকবার জেল খেটেছেন। বেগম জিয়ার মুক্তির জন্য কুলাউড়ায় আমরন অনশন করে দেশব্যাপী হয়েছেন আলোচিত। সুবক্তা এ রাজনীতিবিদ কুলাউড়ার প্রত্যন্ত অঞ্চলে রয়েছে ব্যাপক পরিচিতি এবং সুনাম। দলীয় নমিনেশন পেলে তার বিজয়ী হওয়ার সম্ভাবনী প্রবল।
আলাহাজ শওকুতুল ইসলাম শকু। তিনি কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ সহসভাপতি। তিনি একবার জাতীয় সংসদ নির্বাচন এবং একবার উপজেলা নির্বাচন করেছেন। তার রয়েছে ব্যাপক পরিচিতি। তিনি এবার বিএনপির একজন শক্ত প্রার্থী। দলীয় মনোনয়ন পেলে তার বিজয়ে সম্ভাবনা খুবই বেশি।
বহির্বিশ্ব বিএনপির সভাপতি লন্ডন প্রবাসী ড.সাইফুল আলম। একজন অধ্যাপক। বিএনপির সাবেক সাধারন সম্পাদক। তিনি ছাত্রদল করে বিএনপির শীর্ষ পদে ছিলেন। বিএনপির হাই কমান্ডের কাছে কুলাউড়ার সাইফুলের রয়েছে আলাদা সুপরিচিতি। দলের জন্য রয়েছে অনেক ত্যাগ। তিনি দলীয় মনোনয়ন ও বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদি।

আব্দুল আহাদ যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা হিসাবে কুলাউড়া বিএনপির দুর্দিনে অনেক সহযোগীতা করেছেন। তিনিও বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী। তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ করে যাচ্ছেন।

এ ছাড়াও যুক্তরাষ্ট্র যুবদলের কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। ঢাকা কলেজের সাবেক এই ছাত্রদল নেতা ’৯০-এর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে ছিলেন সোচ্চার । কয়েক মাস আগে তিনি দেশে এসে কুলাউড়ায় সভা-সমাবেশ ও গণসংযোগ করেছেন। তাছাড়া তিনি নিয়মিত এলাকার বিভিন্ন শিক্ষারপ্রতিষ্ঠানসহ সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রেখেছেন। আবু সাইদ আহমদ বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশা করছেন।

এদিকে আনজুমানে আল-ইসলাহ উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদও প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা শাহ মাশুকুর রশীদ ও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

এ ছাড়াও ইসলামী আন্দোলন আগাম নির্বাচন মাথায় রেখে সভা-সমাবেশ করছে। এনসিপি ও গণঅধিকার পরিষদের কোনো নেতা নির্বাচনকে টার্গেট করে কোনো গণসংযোগ করছেন না । তবে এ দুটি দলের নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন দলীয় কর্মসূচি পালন করছেন কুলাউড়ায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!