নিজস্ব প্রতিবেদক | কুলাউড়া দর্পণ |
শ্রীমঙ্গল শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে স্বপ্ন, টেস্টি ট্রিট, বনফুল, রাজমহলসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে পণ্যের মেয়াদ না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং অবৈধ/অআমদানিকৃত পণ্য বিক্রির অভিযোগে মোট ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৫২,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রশাসন ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে জনসাধারণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়।
ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন নাগরিকরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।