কুলাউড়ার দর্পণ রির্পোট:
জেলার কুলাউড়া উপজেলার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে আগাম প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার ২৮ জুন নেতৃবৃন্দের এক বৈঠক শেষে মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেন। প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন নয়াগাঁও গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি নেতা আলাউদ্দিন আহমদ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোবাইল ফোনে আলাউদ্দিন আহমদ বলেন, “আমি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমার প্রিয় এলাকার মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। আমি শাসক নয়, জনগণের সেবক হতে চাই। এ উদ্দেশ্য সফল করতে আমি ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।