কুলাউড়ার দর্পণ রির্পোট।
ব্রাহ্মণবাজারের আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুমের একমাত্র হত্যাকারী কিলার খুনি জুনেলক পুলিশ ৩০ জুন (সোমবার) আবারো রিমান্ড আবেদনের জন্য আদালতে তুলেছে। কুলাউড়া থানার ওসি মোঃ গোলাম আপছার নীজে আদালতে উপস্থিত থেকে তার রিমান্ড আবেদন করেন কিন্তু এবারও খুনি জুনেলের রিমান্ড মঞ্জুর করেনি আদালত। তবে জুনেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য মাত্র দুইদিনের নির্দেশ দিয়েছে আদালত। এ খবর শুনে এলাকায় সাধারণ জনগণের মধ্যে আবারও হতাশা নেমে এসেছে । এ নিয়ে দুই বার আদালত তার রিমান্ড আবেদন নামঞ্জুর করলো। স্কুল ছাত্রী আনজুমের হত্যার ঘটনার ২ দিনের মাথায় পুলিশ একমাত্র খুনি জুনেলক গ্রেফতার করলে তাদের কাছে আনজুম হত্যার কথা স্বীকার করে সে । এরপর প্রথমে গত ১৯ জুন তাকে আদালতে তুললে চত্বুর খুনি জুনেল বিচারকের সামনে স্বীকারোক্তি মূলক জবানবন্দী না দিয়ে বিচারকার্যকে বাধাগ্রস্ত করতে চলনার আশ্রয় নেয়। এই খবরে স্থানীয় লোকজনের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়, এরপর জেলা জুড়ে ও স্কুলে স্কুলে শুরু লাগাতার মানববন্ধন, বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও আন্দোলন।
অবশেষে ৩০ জুন (সোমবার) সকালে আবারো মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট আরিফ বিল্লাহ তারেকের খাস কামরায় রিমান্ড আবেদনের জন্য
তুলা হয় খুনি জুনেলকে। ওইদিনও খুনি জুনেলের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। তবে আনজুমের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছাড়াও অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।
পুলিশ জুনুলের বিরুদ্ধে রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের দুইদিন আদেশ প্রদান করেন। এতে সুষ্ঠু বিচার থেকে তাঁরা বঞ্চিত মনে করে অনেকটা হতাশ হয়ে পড়েন খুন হওয়া স্কুল ছাত্রী আনজুমের পরিবার ও এলাকাবাসী।
এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ গোলাম আপছার ঠিকানাকে জানান,আমরা আদালতে খুনি জুনেলের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম, আদালত তাকে জেলগেটে দুইদিন জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।