কুলাউড়ার দর্পণ রিপোর্ট।
কুলাউড়া সাজ, ভিডিও এন্ড ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য এবং দীর্ঘদিনের সফল সাজ-ভিডিও ও ফটোগ্রাফি ব্যবসায়ী জনাব ইমরান আহমেদ বর্তমানে পর্তুগাল প্রবাসী। তাঁর কর্মময় জীবনের সম্মানে এবং বিদায় উপলক্ষে কুলাউড়া সাজ, ভিডিও এন্ড ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক হৃদয়গ্রাহী বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্যরা ইমরান আহমেদের পেশাগত নিষ্ঠা, সততা ও একাগ্রতার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, “ইমরান আহমেদ কেবল একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, বরং তিনি ছিলেন আমাদের সংগঠনের অন্যতম প্রাণ। তাঁর অভাব দীর্ঘদিন অনুভূত হবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্টজন এবং সহকর্মীবৃন্দ। বক্তৃতা পর্ব শেষে ইমরান আহমেদকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিদায়বেলায় ইমরান আহমেদ তাঁর বক্তব্যে সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুলাউড়ার মাটি ও মানুষের সাথে আত্মিক সম্পর্কের কথা তুলে ধরেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।