কুলাউড়ার দর্পণ রির্পোট।।
কোভিড-১৯ প্রকল্পের আওতায় কুলাউড়া পৌরসভার উত্তর বাজার সড়ক ও জনপদের রাস্তা হইতে শাহজালাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সম্মুখ পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ৩০ জুন দুপুরে আনুষ্ঠানিকভাবে ঢালাই কাজের উদ্বোধন করেন কুলাউড়া পৌরসভার প্রশাসক মোঃ মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকাবাসী।
উল্লেখ্য, কোভিড-১৯ প্রকল্পের আওতায় স্বাস্থ্যবিধি ও নাগরিক নিরাপত্তা বিবেচনায় গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের এই উদ্যোগ নেওয়া হয়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিল।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক মোঃ মহিউদ্দিন বলেন, “জনগণের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে পৌরসভা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। সকলের সহযোগিতা থাকলে পৌর এলাকার সার্বিক উন্নয়ন বাস্তবায়ন সম্ভব।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।