
কুলাউড়ার দর্পণ রির্পোট
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী পৃথিমপাশা নবাব বাড়িতে আজ ৪ মহররম ১৪৪৭ হিজরি উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঐতিহ্যবাহী মাতম ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের মতো এবারও নবাব পরিবারের আয়োজনে ও স্থানীয় শিয়া মুসলিম সমাজের অংশগ্রহণে আয়োজিত এ মাতমে অংশ নেন শত শত ধর্মপ্রাণ মানুষ। আয়োজনে তাজিয়া মিছিল, দোয়া মাহফিল, কোরআন তিলাওয়াত ও ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত স্মরণে বক্তৃতা অনুষ্ঠিত হয়।
শোকানুষ্ঠানে বক্তারা বলেন, “কারবালার ঘটনা কেবল একটি ইতিহাস নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে একটি চিরন্তন প্রতিবাদের প্রতীক। ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য চেতনার বাতিঘর হয়ে থাকবে।”
অনুষ্ঠানে নবাব পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে দায়িত্ব পালন করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।