কুলাউড়ার দর্পণ রির্পোট।।
৪০ বছর ধরে প্রতিদিন সময়মতো বিনা পারিশ্রমিকে (বিনা বেতনে) আজানের দায়িত্ব পালন করে আসছেন মৌলভীবাজারের এক অনন্য মানুষ, শতবর্ষী মুয়াজ্জিন নেওয়ার উদ্দিন। বয়সের ভারে নুয়ে পড়লেও তাঁর কণ্ঠে আজান শোনার জন্য প্রতিদিন অপেক্ষায় থাকেন এলাকার মুসল্লিরা।
এই অনন্য নিষ্ঠা ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়ার উদ্দিনকে সম্মাননা প্রদান করেন। তাঁকে দেওয়া হয় ২০ হাজার টাকার চেক, একটি পাঞ্জাবি-পায়জামার কাপড়, জায়নামাজ ও টুপি।
সম্মাননা গ্রহণকালে আবেগে আপ্লুত হয়ে পড়েন শতবর্ষী এই মুয়াজ্জিন। তিনি বলেন, “আল্লাহর ঘরের ডাকে সাড়া দেওয়া আমার দায়িত্ব, যতদিন দম আছে, আজান দিয়ে যাব ইনশাআল্লাহ।”
এমন নিঃস্বার্থ সেবার জন্য এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলেই জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।