মৌলভীবাজার ।। কুলাউড়ার দর্পন।।।
মৌলভীবাজার শহরের ওয়াপদা রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সাইকেল আরোহী। জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন স্থানে একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা জানান, ০১ জুলাই বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় কাভার্ড ভ্যান ও চালককে শনাক্ত ও আটক করার জন্য তদন্ত চলছে।
🔍 আরও খবরের জন্য চোখ রাখুন…
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।